কলকাতা Cyclone Dana Electricity Check: ১২০ কিমি বেগে ল্যান্ডফলের ধাক্কা! ফ্যান-লাইট জ্বলবে তো ঘরে ঘরে? বিদ্যুৎ পরিষেবা ঠিক রাখতে সতর্কতামূলক ব্যবস্থা Gallery October 24, 2024 Bangla Digital Desk সিভিয়ার সাইক্লোন দানার সঙ্গে লড়তে তৈরি প্রসাশন৷ কোথাও যাতে কোনও রকম অঘটন না ঘটে, তার জন্য করা হয়েছে সব রকমের প্রস্তুতি৷ বিশেষ করে ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়বে সেই সময় যাতে বিদ্যুৎ বিপর্যয় না ঘটে, তার জন্য করা হয়েছে ব্যবস্থা৷ আজ বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুম থেকে ঘূর্ণিঝড় দানা নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সব জেলার বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে সকাল থেকে দফায় দফায় প্রস্তুতি বৈঠক করে চলেছেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস৷ সঙ্গে রয়েছেন বিদ্যুৎ সচিব শ্রী শান্তনু বসু সহ বিদ্যুৎ দফতের শীর্ষ আধিকারিকেরা। আজ সারারাত বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুম থেকে সমগ্র পরিস্থিতির উপর নজর রাখবেন মাননীয় বিদ্যুৎমন্ত্রী। একই সঙ্গে প্রতিটি জেলাতেও পর্যাপ্ত পরিমাণে বৈদ্যুতিন সরঞ্জাম মজুত রাখার নির্দেশ দেন তিনি। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলার বিদ্যুৎ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করা হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথাও কোন বৈদ্যুতিক সমস্যা দেখা দিলে WBSEDCL ও CESC এর 24X7 কন্ট্রোল রুমের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবে বলে জানান মাননীয় মন্ত্রী। WBSEDCL এর হেল্পলাইন নম্বর 8900793503, 8900793504Toll free 19121, হোয়াটসঅ্যাপ- 8433719121।CESC helpline number033 35011912,033 44031912, 18605001912, 1912হোয়াটসঅ্যাপ 7439001912, Special Helplines: 9831079666, 9831083700