ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার আগে রীতিমতো ভয় ধরানো পরিবেশ পুরীতে৷ সন্ধে নামতেই সমস্ত আলো নিভে যায় পুরীর সমুদ্র সৈকতে৷ প্রশাসনের সতর্কবার্তা মেনেই ফাঁকা করে দেওয়া হয়েছে পুরীর সমুদ্র সৈকত৷ সৈকত সংলগ্ন রাস্তাও আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে৷ সন্ধের পর থেকেই বৃষ্টি বাড়ছে পুরীতে৷ সঙ্গে বাড়ছে ঝোড়ো হাওয়ার দাপট৷ আজ রাত ১১টার পরই পুরী থেকে সাগরদ্বীপের মধ্যে ধামরা বন্দর এবং ভিতর কণিকা সংলগ্ন এলাকায় আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় দানার৷ ল্যান্ডফলের সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার৷ ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ রাখা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরও৷