লাইফস্টাইল Cyclone Dana: ঝড়ের সময় মোবাইলে চার্জ শেষ? এই পাঁচ উপায়ে অল্প সময়ে চটপট চার্জ দিয়ে নিন ফোনে Gallery October 24, 2024 Bangla Digital Desk আমাদের জীবনে মোবাইল ফোন অবিচ্ছেদ অংশ হয়ে দাঁড়িয়েছে। মোবাইল ফোন চালু থাকলে সহজেই অনেক সমস্যার মোকাবিলা করা সহজ হয়। বিশেষ করে যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় মোবাইল ফোন ত্রাতার ভূমিকা নেয়। প্রতীকী ছবি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ রাতেই হানা দেবে ঘূর্ণিঝড় ‘দানা’। প্রতীকী ছবি ঝড়ের সময় বিদ্যুৎ চলে যাওয়ার সমূহ সম্ভাবনা। ফোনে আগে থেকেই চার্জ দিয়ে রাখা জরুরি। প্রতীকী ছবি কিন্তু, অনেক সময়েই দেখা যায় ব্যাটারি নতুন হলেও ফোনে চার্জ হতে বেশ সময় লাগে। আপনি যদি চান চটজলদি ১০০ শতাংশ চার্জ হোক ফোনে, তা হলে মেনে চলুন বেশ কিছু বিষয়। প্রতীকী ছবি দ্রুত চার্জ করতে হলে চার্জ দেওয়ার পর ফোনটা আর ঘাঁটাঘাঁটি করবেন না। এতে কিন্তু সামান্য চার্জ হতেও অনেক সময় লেগে যাবে। প্রতীকী ছবি মোবাইলে চলতে থাকা অ্যাপগুলির জন্যও অনেক সময়ে খুব ধীরে চার্জ হয়। চার্জ দিতে যাওয়ার আগে দেখে নিন মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনও অ্যাপ চলছে কি না। সে রকম হলে সেগুলি বন্ধ করে দিন। প্রতীকী ছবি চার্জ কম থাকলে, চার্জে দিতে যাওয়ার আগে ফোনের স্ক্রিনের ব্রাইটনেস একদম কমিয়ে দিন। প্রতীকী ছবি চার্জ দেওয়ার সময়ে যদি মোবাইলে ইন্টারনেট চালু থাকে, তা হলেও কিন্তু চার্জ খুব ধীর গতিতে হয়। তাই সেক্ষেত্রে, ইন্টারনেট বন্ধ রাখুন। যদি খুব প্রয়োজন না থাকে তা হলে, চার্জের সময়টুকু মোবাইল ফোন ফ্লাইট মোডে রাখতে পারেন, এতে বেশ তাড়াতাড়িই চার্জ হয়ে যাবে। প্রতীকী ছবি