Kolkata Weather: ঘূর্ণিঝড় দানার শক্তিশালী ‘আউটার-ব্যান্ড’! ২৪ ঘণ্টায় কী প্রভাব ফেলবে কলকাতা-সহ দক্ষিণের জেলায় জেলায়? জানিয়ে দিল আলিপুর

*দানার তীব্র ঝাপটায় শুক্রবার ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশের পরে পূর্বদিকে বাইরের যে 'ব্যান্ড' রয়েছে, তার প্রভাবে কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গের সব জেলায় টানা বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের উপকূলে বইছে ঝোড়ো হাওয়া।
*দানার তীব্র ঝাপটায় শুক্রবার ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশের পরে পূর্বদিকে বাইরের যে ‘ব্যান্ড’ রয়েছে, তার প্রভাবে কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গের সব জেলায় টানা বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের উপকূলে বইছে ঝোড়ো হাওয়া।
*পূর্বাভাস ছিলই, সেই মতোই শুরু হয়েছে বৃষ্টি। কোথাও হালকা-কোথাও ভারী বৃষ্টি চলছে। কলকাতায় ভোর থেকেই ভারী বৃষ্টি চলছে। উত্তর থেকে দক্ষিণের বেশ কিছু জায়গা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। আকাশে ঘন কালো মেঘের ঘনঘটা। এই মুহূর্তে যা পরিস্থিতি, আগামী ২/৩ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ বা তীব্রতা কমার কোনও লক্ষণ নেই, বরং বাড়তে পারে কিছুটা। সংগৃহীত ছবি।
*পূর্বাভাস ছিলই, সেই মতোই শুরু হয়েছে বৃষ্টি। কোথাও হালকা-কোথাও ভারী বৃষ্টি চলছে। কলকাতায় ভোর থেকেই ভারী বৃষ্টি চলছে। উত্তর থেকে দক্ষিণের বেশ কিছু জায়গা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। আকাশে ঘন কালো মেঘের ঘনঘটা। এই মুহূর্তে যা পরিস্থিতি, আগামী ২/৩ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ বা তীব্রতা কমার কোনও লক্ষণ নেই, বরং বাড়তে পারে কিছুটা। সংগৃহীত ছবি।
*ভোররাত থেকেই কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গের সব জেলাতেই লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি দিনভর চলতে পারে। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা। সংগৃহীত ছবি।
*ভোররাত থেকেই কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গের সব জেলাতেই লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি দিনভর চলতে পারে। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা। সংগৃহীত ছবি।
*কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায় জারি অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা। আজ শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার হালকা থেকে তীব্র ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। সংগৃহীত ছবি।
*কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায় জারি অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা। আজ শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার হালকা থেকে তীব্র ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। সংগৃহীত ছবি।
*পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সাগরদ্বীপ এবং সুন্দরবনে সর্বোচ্চ ১০০ কিমি, দক্ষিণ ২৪ পরগনার বাকি অংশে সর্বোচ্চ ৯০ কিমি এবং উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও বাঁকুড়ায় ৮০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সংগৃহীত ছবি।
*পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সাগরদ্বীপ এবং সুন্দরবনে সর্বোচ্চ ১০০ কিমি, দক্ষিণ ২৪ পরগনার বাকি অংশে সর্বোচ্চ ৯০ কিমি এবং উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও বাঁকুড়ায় ৮০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সংগৃহীত ছবি।
*ঘূর্ণিঝড় দানার লেজের ঝাপটায় এই বৃষ্টি। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরে দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে। ক্রমশ শক্তি ক্ষয় হবে দুপুরের মধ্যে। সংগৃহীত ছবি।
*ঘূর্ণিঝড় দানার লেজের ঝাপটায় এই বৃষ্টি। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরে দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে। ক্রমশ শক্তি ক্ষয় হবে দুপুরের মধ্যে। সংগৃহীত ছবি।
*কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। ভোররাত থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। সংগৃহীত ছবি।
*কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। ভোররাত থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। সংগৃহীত ছবি।
*আগামিকাল শনিবার ২৬ অক্টোবর কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। দু-এক পশলা বৃষ্টি হবে শহরজুড়ে, বজ্রপাতের আশঙ্কা। সংগৃহীত ছবি।
*আগামিকাল শনিবার ২৬ অক্টোবর কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। দু-এক পশলা বৃষ্টি হবে শহরজুড়ে, বজ্রপাতের আশঙ্কা। সংগৃহীত ছবি।