জ্যোতিষকাহন Name starts with A: আপনার নামের প্রথম অক্ষর কি A? জেনে নিন আপনাদের মধ্যে কোন ঐশ্বরিক শক্তি লুকিয়ে রয়েছে! কেমন হবে আপনাদের জীবন? Gallery October 25, 2024 Bangla Digital Desk জ্যোতিষশাস্ত্রে সমস্ত বর্ণেরই কিন্তু কিছু কিছু গুরুত্ব রয়েছে৷ বর্ণই আমাদের মানুষ চিনিয়ে দিতে সাহায্য করে৷ ইংরাজির প্রথম অক্ষর শুরু হয়, A দিয়ে৷ এই অক্ষরের মধ্যেও রয়েছে এক বিশেষ শক্তি৷ দিল্লির জ্যোতিষী মমতার মতে A নামের লোকেদের প্রভু দেবতা সাধারণত মঙ্গল দেব৷ তাঁদের দেবতা অগ্নি, তাই এই ধরনের লোকেদের মধ্যে প্রচুর শক্তি থাকে৷ ইংরাজীর আদ্য অক্ষরের এই ব্যক্তিরা সুন্দর, বুদ্ধিমান, উজ্জ্বল, সৎ, দয়ালু প্রকৃতির হয়ে থাকে৷ কোনও কিছু অর্জনের জন্যও এঁরা সাধারণত কঠোর পরিশ্রম করে থাকেন৷ এই লোকেরা সরকারি চাকরির ক্ষেত্রে অনেক সফল হয়৷ ইংরাজী আদ্যাক্ষর যাঁরা, তাঁরা সাধারণত আইনজীবী, বিজ্ঞানী বা ব্যবসায়ী হন৷ এঁদের প্রেম জীবন খুব ভাল হয়৷ এঁরা কোনও কিছুই না ভেবে খুব একটা করেন না৷ তাঁরা জীবনসঙ্গী নির্বাচন করার আগেও অনেক কিছু চিন্তা-ভাবনা করে থাকেন৷ তাঁরা জীবনে সত্যিকারের ভালবাসা খুঁজে পান৷ এছাড়াও এই ধরনের মানুষের মধ্যে সৃজনশীল দিকটাও বর্তমান। শিল্পকলা, সঙ্গীতের মাধ্যমে নিজেদের প্রকাশ করে থাকেন এঁরা। কল্পনাপ্রবণ এই মানুষগুলির দৃষ্টিভঙ্গিও অনন্য। দুনিয়াটাকে অন্য ভাবে দেখেন এঁরা। সেই সঙ্গে যে কোনও সমস্যা সমাধানে এগিয়ে আসেন। চরিত্রের এই সমস্ত বিষয়গুলি নামের আদ্যক্ষরে ‘A’ থাকা মানুষগুলিকে অনন্য করে তোলে। তবে কিছু কিছু বিষয়ে সতর্ক থাকা বাঞ্ছনীয়৷ তাঁরা নিজেরদের একটু অধিক যত্ন নেয়৷ যা তাঁদের মাঝে-মাঝে স্বার্থপর করে তোলে৷ এছড়াও এঁদের অতিরিক্ত আত্মবিশ্বাস কখনও কখনও অহংকারীও করে তুলতে পারে Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷