ঝড়ের মধ্যেই জন্ম হওয়ায় এই শিশুটির নাম 'দানা' রাখলেন তার বাবা মা। ছবি- সংগৃহীত

Cyclone Dana: ঘূর্ণিঝড়ের মাঝেই ভূমিষ্ঠ নবজাতক, বাবা-মা নাম রাখলেন ‘দানা’

ভুবনেশ্বর: প্রবল শক্তি নিয়ে তখন স্থলভাগে আছড়ে পড়েছে ‘দানা’। আর তার দাপটে তখন তুমুল ঝড়-বৃষ্টি চলছে এলাকায়। ঠিক সেই সময়েই ওড়িশার এক আশ্রয়শিবিরে এক প্রসূতির হঠাৎ প্রসব বেদনা শুরু হয়ে যায়। খবর পাওয়া মাত্রই রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সদস্যরা দুর্যোগ উপেক্ষা করেই ওই মহিলাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তিও নেওয়া হয়।

চিকিৎসকরা পরে জানান ওই মহিলা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মা-সন্তান দু’জনেই আপাতত সুস্থ। ‘দানা’র প্রলয়ের মধ্যেই এই সুখবর আসায় দম্পতি তাঁদের নবজাতকের নাম রাখলেন ‘দানা’।

প্রবল ঝড়-বৃষ্টির উপেক্ষা করে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী যেভাবে মহিলাকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন, তা উল্লেখ করে তাঁর স্বামী এবং পরিবারের অন্য সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: জীবন আগে, দানার ঝাপটা সামলে বৃদ্ধাকে পিঠে নিয়ে হাঁটলেন আশা কর্মী, দেখুন ভিডিও

বৃহস্পতিবার মাঝরাতে আচমকাই প্রসব বেদনা শুরু হয় মহিলার। ততক্ষণে ‘দানা’ ওড়িশার স্থলভাগে আছড়ে পড়েছে। প্রসব বেদনার খবর পাওয়া মাত্রই বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ওই আশ্রয় শিবিরে পৌঁছয়। এরপরেই দ্রুত আঞ্চলিক হাসপাতালে মহিলাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: আট বছরের চেষ্টায় মা হলেন মহিলা! কুড়ি দিনের মাথায় যা ঘটালেন, স্তম্ভিত পুলিশও

উল্লেখ্য, ওড়িশার উপকূলবর্তী জেলাগুলি থেকে অন্তত ৬ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। যাঁদের মধ্যে ৬০০০ জন প্রস্তুতি ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া ১৬০০ জন প্রসূতি সন্তানের জন্ম দিয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।