উত্তর ২৪ পরগনা: ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র রোহিত শর্মার মতো এবার দক্ষ ক্রিকেটার তৈরি হওয়ার সুযোগ মিলবে জেলাতেই! জেলার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সঙ্গে চুক্তি করে এবার অত্যাধুনিক মানের ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র চালু হল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়।
ভারতীয় দলের ক্যাপ্টেন ক্রিকেটার রোহিত শর্মার ক্রিকেট অ্যাকাডেমি ‘ক্রিক কিংডোম’-এ ক্রিকেট প্রশিক্ষণের সুযোগ রয়েছে দেশ এমনকি বিদেশেও।
আরও পড়ুন- ১৩ বছর পর ঘরের মাটিতে সিরিজ হারের কালো দাগ, ইতিহাস তৈরি করল নিউজিল্যান্ড
সিঙ্গাপুর, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ-সহ একাধিক দেশে চালু রয়েছে এই অ্যাকাডেমির শাখা। তাই এবার বাংলাতেও পা রাখল রোহিত শর্মার এই ক্রিকেট অ্যাকাডেমি।
বাংলার উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ক্যাম্পাসকে বেছে নেওয়া হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার রোহিত শর্মার ভাই বিশাল শর্মার হাত ধরেই শুরু হল এই অ্যাকাডেমির প্রশিক্ষণ যাত্রা।
ক্রিকেট প্রশিক্ষণের জন্য তৈরি হয়েছে আধুনিক মানের পিচ। এদিন ব্যাট হাতে মাঠে নেমে দাদা রোহিত শর্মা স্টাইলে ব্যাট চালাতেই রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়লেন উপস্থিত সকলে।
কীভাবে একজন ভাল মানের ক্রিকেটার তৈরি করা সম্ভব, খেলোয়ারদের ভিত প্রস্তুত করতে কী কী পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন, সেই সমস্ত খুঁটিনাটি বিষয়ও ব্যাখ্যা করলেন বিশাল শর্মা।
আরও পড়ুন- অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা ভারতের! নতুন মুখ ২, সুযোগ পেলেন শামি-কুলদীপ?
বাংলাতেও ক্রিকেট নিয়ে রয়েছে আলাদা উন্মাদনা। অনেক পরিবারই চান তাদের সন্তান ভবিষ্যতে হোক একজন সফল ক্রিকেটার। আর এই কথা মাথায় রেখেই নতুন ক্রিকেটার তৈরির পরিকল্পনা নিয়েই ইংরেজি মাধ্যম স্কুলের এমন উদ্যোগ বলেই জানালেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর চিরন্তনা কর।
অত্যাধুনিক মানের প্রশিক্ষণ কেন্দ্র থেকে আধুনিক পদ্ধতি ব্যবহার করেই মিলবে ক্রিকেটের অনুশীলন। ফলে আগামিদিনে বাংলা থেকেও ভারতীয় ক্রিকেট পেতে পারে নতুন তারকা।
Rudra Narayan Roy