নার্গিস ৩ মে ১৯৮১-এ ক্যান্সারে মারা যান। সঞ্জয়ের প্রথম ছবি 'রকি' তাঁর মৃত্যুর ৩ দিন পর ৬ মে মুক্তি পায়। মুন্নাভাইতে সঞ্জয় দত্তকে দর্শকেরা সবচেয়ে বেশি পছন্দ করেছিলেন।

Guess the celebrity: ৩০৮টি প্রেম, ৩টি বিয়ে, অবাধ ‘সহবাস’, কারাবাস…! কেচ্ছায় ভরা এই বলিউড হিরোর জীবন… খুদেকে চিনতে পারেন?

ফটোর এই ছোট্ট শিশুটি বড় হয়ে তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য বলিউড কাঁপিয়েছে। এটি এক বিখ্যাত তারকার শৈশবের ছবি যাঁর বাবা-মাও সুপারস্টার ছিলেন। তিনি প্রায় ৪ দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। গত বছর তাঁকে কন্নড় ছবি 'কেজিএফ: চ্যাপ্টার 2'-এ দেখা গিয়েছিল। আপনি যদি এখনও তাঁকে সনাক্ত করতে সক্ষম না হন তবে আমরা আপনাকে আরও ক্লু দেব। দেখুন তো পরের ক্লুতে পারেন কিনা।
ফটোর এই ছোট্ট শিশুটি বড় হয়ে তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য বলিউড কাঁপিয়েছে। এটি এক বিখ্যাত তারকার শৈশবের ছবি যাঁর বাবা-মাও সুপারস্টার ছিলেন। তিনি প্রায় ৪ দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। গত বছর তাঁকে কন্নড় ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার 2’-এ দেখা গিয়েছিল। আপনি যদি এখনও তাঁকে সনাক্ত করতে সক্ষম না হন তবে আমরা আপনাকে আরও ক্লু দেব। দেখুন তো পরের ক্লুতে পারেন কিনা।
১৯৮১ সালে 'রকি' ছবিতে তাঁর অভিষেক হয়। দর্শক তাঁকে চেনেন 'সাজন', 'সড়ক', 'খলনায়ক' ছবির জন্য। এখন তাঁকে শনাক্ত কারও কোনও সমস্যা হওয়ার কথা না। আমরা নার্গিস ও সুনীল দত্তের ছেলে সঞ্জয় দত্তের কথা বলছি।
১৯৮১ সালে ‘রকি’ ছবিতে তাঁর অভিষেক হয়। দর্শক তাঁকে চেনেন ‘সাজন’, ‘সড়ক’, ‘খলনায়ক’ ছবির জন্য। এখন তাঁকে শনাক্ত কারও কোনও সমস্যা হওয়ার কথা না। আমরা নার্গিস ও সুনীল দত্তের ছেলে সঞ্জয় দত্তের কথা বলছি।
নার্গিস ৩ মে ১৯৮১-এ ক্যান্সারে মারা যান। সঞ্জয়ের প্রথম ছবি 'রকি' তাঁর মৃত্যুর ৩ দিন পর ৬ মে মুক্তি পায়। মুন্নাভাইতে সঞ্জয় দত্তকে দর্শকেরা সবচেয়ে বেশি পছন্দ করেছিলেন।
নার্গিস ৩ মে ১৯৮১-এ ক্যান্সারে মারা যান। সঞ্জয়ের প্রথম ছবি ‘রকি’ তাঁর মৃত্যুর ৩ দিন পর ৬ মে মুক্তি পায়। মুন্নাভাইতে সঞ্জয় দত্তকে দর্শকেরা সবচেয়ে বেশি পছন্দ করেছিলেন।
সঞ্জয় দত্তের সঙ্গে মান্যতার প্রথম দেখা হয় ২০০৬ সালে। এরপর দুজনেই একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করেন। খুব তাড়াতাড়ি একে অপরের প্রেমে পড়ে যান। দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। মান‍্যতাকে বিয়ের আগে সঞ্জয় দত্তের কিন্তু একাধিক বিয়ে ছিল।
সঞ্জয় দত্তের সঙ্গে মান্যতার প্রথম দেখা হয় ২০০৬ সালে। এরপর দুজনেই একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করেন। খুব তাড়াতাড়ি একে অপরের প্রেমে পড়ে যান। দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। মান‍্যতাকে বিয়ের আগে সঞ্জয় দত্তের কিন্তু একাধিক বিয়ে ছিল।
সঞ্জয় দত্তকে বিয়ে করার পর মান্যতা বলিউডকে বিদায় জানান। মান্যতা সঞ্জয় দত্তের থেকে ১৮ বছরের ছোট। দুজনেরই একে অপরের প্রতি ভালোবাসা প্রশংসনীয়। সে সঞ্জয় দত্তের ক্যান্সারের লড়াই হোক বা তার জেলে যাওয়া। মান্যতা সবসময় সঞ্জয় দত্তের ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তাদের দুজনের যমজ সন্তান শাহরান ও ইকরা।
সঞ্জয় দত্তকে বিয়ে করার পর মান্যতা বলিউডকে বিদায় জানান। মান্যতা সঞ্জয় দত্তের থেকে ১৮ বছরের ছোট। দুজনেরই একে অপরের প্রতি ভালোবাসা প্রশংসনীয়। সে সঞ্জয় দত্তের ক্যান্সারের লড়াই হোক বা তার জেলে যাওয়া। মান্যতা সবসময় সঞ্জয় দত্তের ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তাদের দুজনের যমজ সন্তান শাহরান ও ইকরা।
তবে তার আগের গল্প কিন্তু অনেকেরই অজানা। ১৯৮০-র দশক থেকে বি-টাউনে কেরিয়ার শুরু করেন সঞ্জয় দত্ত৷ ১৩০ টিরও বেশি চলচ্চিত্র রয়েছে অভিনেতার ঝুলিতে৷ তবে তাঁর প্রেমিকার সংখ্যা তারও বেশি।
তবে তার আগের গল্প কিন্তু অনেকেরই অজানা। ১৯৮০-র দশক থেকে বি-টাউনে কেরিয়ার শুরু করেন সঞ্জয় দত্ত৷ ১৩০ টিরও বেশি চলচ্চিত্র রয়েছে অভিনেতার ঝুলিতে৷ তবে তাঁর প্রেমিকার সংখ্যা তারও বেশি।
সঞ্জয় নিজেই জানিয়েছিলেন যে, তার জীবনে কম বেশী মিলিয়ে ৩০৮ জন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন। এই ঘটনা সকলেরই জানা, কিন্তু এটা জানলে অবাক হবেন এই ৩০৮ জন মহিলার মধ্যে বেশ কিছু বলিউড অভিনেত্রীরাও ছিলেন৷ তাঁর প্রজন্মের প্রায় প্রতিটি অভিনেত্রীর সঙ্গেই তিনি ডেটিং করেছেন বা ফ্লিং করেছেন।
সঞ্জয় নিজেই জানিয়েছিলেন যে, তার জীবনে কম বেশী মিলিয়ে ৩০৮ জন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন। এই ঘটনা সকলেরই জানা, কিন্তু এটা জানলে অবাক হবেন এই ৩০৮ জন মহিলার মধ্যে বেশ কিছু বলিউড অভিনেত্রীরাও ছিলেন৷ তাঁর প্রজন্মের প্রায় প্রতিটি অভিনেত্রীর সঙ্গেই তিনি ডেটিং করেছেন বা ফ্লিং করেছেন।
টিনা মুনিম থেকে মাধুরী দিক্ষীত, তাঁর প্রেমের জাল থেকে বাদ যান নি কেউ। ক্যানসারে মৃত্যু হয় প্রথম স্ত্রী রিচা শর্মার। তারপর ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে আবার বিয়ে করেন।
টিনা মুনিম থেকে মাধুরী দিক্ষীত, তাঁর প্রেমের জাল থেকে বাদ যান নি কেউ। ক্যানসারে মৃত্যু হয় প্রথম স্ত্রী রিচা শর্মার। তারপর ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে আবার বিয়ে করেন।
রাজকুমার হিরানি জানিয়েছিলেন, অধিকাংশ ক্ষেত্রেই নাকি মহিলাদের সহানুভূতি কুড়িয়ে তাঁদের কাছাকাছি পৌঁছে যেতেন সঞ্জয়। তাঁর নাম জড়ায় রেখার সঙ্গেও।
রাজকুমার হিরানি জানিয়েছিলেন, অধিকাংশ ক্ষেত্রেই নাকি মহিলাদের সহানুভূতি কুড়িয়ে তাঁদের কাছাকাছি পৌঁছে যেতেন সঞ্জয়। তাঁর নাম জড়ায় রেখার সঙ্গেও।
১৯৮৪ সালে সঞ্জয়ের সঙ্গে ‘জমিন আসমান’ ছবিতে অভিনয় করেন রেখা। ছবির শ্যুটিংয়ের সময় থেকেই তাঁরা একে অপরের ঘনিষ্ঠ হতে শুরু করেছিলেন। যা একেবারেই ভাল চোখে দেখেননি সঞ্জয় দত্তের মা নার্গিস ও বাবা সুনীল দত্ত!
১৯৮৪ সালে সঞ্জয়ের সঙ্গে ‘জমিন আসমান’ ছবিতে অভিনয় করেন রেখা। ছবির শ্যুটিংয়ের সময় থেকেই তাঁরা একে অপরের ঘনিষ্ঠ হতে শুরু করেছিলেন। যা একেবারেই ভাল চোখে দেখেননি সঞ্জয় দত্তের মা নার্গিস ও বাবা সুনীল দত্ত!
৮এর দশকে সঞ্জয় দত্তকে প্রলুব্ধ করার অভিযোগের মুখোমুখি হতে শুরু করেন রেখা। সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর বিয়ের খবর দ্রুত ছড়িয়ে পড়ে ইন্ডাস্ট্রিতে। এ কথা শুনে বিরক্ত হন অভিনেত্রী নার্গিস। পুরুষদের মোহিত করা এবং তাঁদের প্রেমের ফাঁদে ফেলার মতো নাম দেওয়া হয় রেখাকে।
অবশেষে ৮এর দশকে রেখা সঞ্জয় দত্তকে প্রলুব্ধ করার অভিযোগের মুখোমুখি হতে শুরু করেন রেখা। সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর বিয়ের খবর দ্রুত ছড়িয়ে পড়ে ইন্ডাস্ট্রিতে। এ কথা শুনে বিরক্ত হন অভিনেত্রী নার্গিস। পুরুষদের মোহিত করা এবং তাঁদের প্রেমের ফাঁদে ফেলার মতো নাম দেওয়া হয় রেখাকে।