কলকাতা: এবার অমিত শাহের মুখেও উঠে এল আরজি করের ঘটনা। রবিবার বঙ্গে জোড়া কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রথমে ভারত-বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে আধুনিক টার্মিনাল ‘মৈত্রী দ্বার’-এর উদ্বোধন করবেন অমিত শাহ। সীমান্ত বাণিজ্যে গতি আনতেই নয়া যাত্রী টার্মিনালের উদ্বোধন হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে। পরে রবিবার দুপুরে সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র EZCC-তে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন শাহ। তবে, জল্পনা রয়েছে, আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে অমিত শাহ দেখা করেন কিনা, তা নিয়ে। ইতিমধ্যেই অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি দিয়েছে নির্যাতিতার পরিবার। অমিত শাহ কলকাতায় এলেন, তাই সেই সাক্ষাৎ ঘিরেও জল্পনার পারদ চলছে। তবে, এই সাক্ষাৎ ঘিরে এখনও কোনও তরফেই কোনও সময়ের কথা জানানো হয়নি।
বঙ্গ সফরের মাঝে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেলেই দিল্লি উড়ে যাবেন অমিত শাহ। সকাল ১০ টা নাগাদ নিউ টাউনের হোটেল থেকে পেট্রাপোলের উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সেখান থেকে ফের নিউ টাউনের হোটেলে ফিরে এসে সাময়িক বিশ্রাম নেওয়ার পর সল্টলেকে দলের অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পূর্ব নির্ধারিত কর্মসূচিতে আরামবাগের সমবায় দফতরের একটি সরকারি অনুষ্ঠান থাকলেও সেই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে।