লাইফস্টাইল High Uric Acid Control Tips: মাত্র পাঁচ টাকাতেই ইউরিক অ্যাসিড ক্লিনবোল্ড! শরীরের কোণা থেকে টেনে বের করবে দারুণ টোটকা Gallery October 27, 2024 Bangla Digital Desk সারা শরীরের সমস্ত বজ্র পদার্থ কিডনি ফিল্টার করে শরীরের বাইরে বের করে দেয় ৷ পিউরিন নামক খাদ্যে পরিপূর্ণ হয়ে থাকে যখন শরীর ঠিক তখনই শরীরে বাড় বাড়ন্ত থাকে ইউরিক অ্যাসিডের ৷ প্রতীকী ছবি ৷ পুরুষ ও মহিলাদের মধ্যে ইউরিক অ্যাসিডের নানান সমস্যা ঘিরে ধরে ৷ ইউরিক অ্যাসিড বাড়লেই কিডনিতে পাথর হতে পারে ৷ প্রতীকী ছবি ৷ শরীরে গাঁটে গাঁটে ব্যথা, আর্থারাইটিস-সহ নানান ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় শরীরে ৷ এটি নিয়ন্ত্রিত করতে বেশিরভাগ সময়েই চিকিৎসকদের পরামর্শ নিতে হয় ৷ প্রতীকী ছবি ৷ বিভিন্ন চিকিৎসক সূত্রে জানতে পারা গিয়েছে দিনভর যে সমস্ত খাবার খাওয়া হয় সেই সমস্ত খাবারে উপস্থিত পিউরিনই ইউরিক অ্যাসিডে পরিণত হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷ শরীরে ইউরিক অ্যাসিডের স্তর যদি নিয়মিত বাড়তে থাকে সেক্ষেত্রে প্রস্রাব করার সময়েও নানান সমস্যা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷ বিশিষ্ট চিকিৎসক রিচা আগরওয়াল সূত্রে জানা গিয়েছে বিভিন্ন গাঁটে গাঁটে জমে থাকা বর্জ্র পদার্থ ইউরিক অ্যাসিডের আকার নেয় ৷ প্রতীকী ছবি ৷ এরফলেই হাইপার ইউরিসিমিয়া হতে পারে ৷ ইউরিক অ্যাসিডের সমস্যা অতিরিক্ত যাঁদের ওজন আছে তাঁদের হতে পারে ৷ প্রতীকী ছবি ৷ ইউরিক অ্যাসিডের স্তর শরীরে হাই হলে বর্জ্র্য পদার্থ বের হতে পারেনা শরীর থেকে ৷ এরফলেই গাঁটে গাঁটে ব্যথা, কিডনিতে পাথর, প্রস্রাবে সংক্রমণ বৃদ্ধি পেয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷ এমনই হাই ইউরিক অ্যাসিড যদি নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে ব্লাডসুগারও হতে পারে ৷ প্রতীকী ছবি ৷ ইউরিক অ্যাসিডের স্তর রক্ত থেকে কম করতে সবার আগে খাবার দাবার জীবনশৈলীর পরিবর্তন করতে হবে ৷ উল্টোপাল্টা খাবার দাবারের অভ্যাসের ফলেই ইউরিক অ্যাসিডের সমস্যা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷ এই কারণেই পিউরিন যুক্ত খাবারের থেকে সম দূরত্ব বজায় রাখতে হবে ৷ ইউরিক অ্যাসিডের স্তর রক্ষা করতে একটি পানই বড়খেলা খেলতে পারে ৷ প্রতীকী ছবি ৷ খালিপেটে পান চিবিয়ে খেলে শরীর থেকে বিদায় নেবে ইউরিক অ্যাসিডের সমস্যাও ৷ পিউরিনের সমস্যার সমাধান হতে পারে ৷ এটি অত্যন্ত সহজেই ডিটক্স করতে পারে ৷ প্রতীকী ছবি ৷ Disclaimer: উপরোক্ত বিষয়গুলি কোনো চিকিৎসা বা ওষুধপত্রের বিকল্প নয়, ব্যবহারিক প্রয়োগের আগে চিকিৎসকের পরামর্শ নিন ৷ প্রতীকী ছবি ৷