ভারতীয় রেল, স্পেশাল ট্রেন, দিওয়ালি, দীপাবলি, দিওয়ালি স্পেশাল ট্রেন, রেলের নতুন নিয়ম, ট্রেনে ঘুমানোর নিয়ম, মিডল বার্থ রুল, রেলওয়ে রুট, নতুন ট্রেন, সামার স্পেশাল ট্রেন, ট্রেন, হাওড়া, ট্রেনের সময়সূচি, গরমের ছুটতে নতুন ট্রেন, উত্তর পূর্ব রেল, রেলের উপহার, রেলের সময়সূচি, রেলের বড় ঘোষণা, জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি, পাহাড়ে যাওয়ার নতুন ট্রেন রুট, সুপারফাস্ট ট্রেন, হাওড়া এনজেপি সুপারফাস্ট ট্রেন, হাওড়া ট্রেন, নিউ জলপাইগুড়ির ট্রেন, উত্তরবঙ্গে যাওয়ার ট্রেন

Indian Railways: বিরাট সুখবর…! দীপাবলির মুখে আসছে ছয় ছয় জোড়া স্পেশাল ট্রেন! ছুটবে কোন কোন রুটে? দ্রুত দেখে নিন তালিকা

২০২৪-এর উৎসবের মরসুম চলার সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করার লক্ষ্যে আরও ছয় জোড়া অতিরিক্ত উৎসব স্পেশাল ট্রেন পরিচালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই উৎসব স্পেশাল ট্রেনগুলির বিশদ বিবরণ দেখে নিন আগাম।
২০২৪-এর উৎসবের মরসুম চলার সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করার লক্ষ্যে আরও ছয় জোড়া অতিরিক্ত উৎসব স্পেশাল ট্রেন পরিচালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই উৎসব স্পেশাল ট্রেনগুলির বিশদ বিবরণ দেখে নিন আগাম।
একবার দেখে নেওয়া যাক কোন কোন অতিরিক্ত ট্রেনগুলি চলবে বিভিন্ন রুটে। আপনার গন্তব্যেই বা যাবে কোন ট্রেনটি। রইল যাবতীয়। যে ট্রেনগুলি চলবে সেগুলি নিম্নরূপ:
একবার দেখে নেওয়া যাক কোন কোন অতিরিক্ত ট্রেনগুলি চলবে বিভিন্ন রুটে। আপনার গন্তব্যেই বা যাবে কোন ট্রেনটি। রইল যাবতীয়। যে ট্রেনগুলি চলবে সেগুলি নিম্নরূপ:
➢ ট্রেন নং. ০৪৬৮০ (শ্রী মাতা বৈষ্ণদেবী কাতরা-কামাখ্যা) উৎসব স্পেশাল শ্রী মাতা বৈষ্ণ দেবী কাতরা থেকে ২৮ অক্টোবর ও ২ নভেম্বর, ২০২৪ তারিখের ১৮.৪০ ঘণ্টায় রওনা দিয়ে কামাখ্যায় পৌঁছবে যথাক্রমে ৩০ অক্টোবর ও ০৪ নভেম্বর, ২০২৪ তারিখের ২১.০০ ঘণ্টায়।
➢ ট্রেন নং. ০৪৬৮০ (শ্রী মাতা বৈষ্ণদেবী কাতরা-কামাখ্যা) উৎসব স্পেশাল শ্রী মাতা বৈষ্ণ দেবী কাতরা থেকে ২৮ অক্টোবর ও ২ নভেম্বর, ২০২৪ তারিখের ১৮.৪০ ঘণ্টায় রওনা দিয়ে কামাখ্যায় পৌঁছবে যথাক্রমে ৩০ অক্টোবর ও ০৪ নভেম্বর, ২০২৪ তারিখের ২১.০০ ঘণ্টায়।
একইভাবে, ট্রেন নং. ০৪৬৭৯ (কামাখ্যা-শ্রী মাতা বৈষ্ণ দেবী কাতরা) উৎসব স্পেশাল কামাখ্যা থেকে ৩১ অক্টোবর ও ৫ নভেম্বর, ২০২৪ তারিখের ০৬.০০ ঘণ্টায় রওনা দিয়ে শ্রী মাতা বৈষ্ণ দেবী কাতরা পৌঁছবে যথাক্রমে ২ ও ০৭ নভেম্বর, ২০২৪ তারিখের ০৬.২০ ঘণ্টায়।
একইভাবে, ট্রেন নং. ০৪৬৭৯ (কামাখ্যা-শ্রী মাতা বৈষ্ণ দেবী কাতরা) উৎসব স্পেশাল কামাখ্যা থেকে ৩১ অক্টোবর ও ৫ নভেম্বর, ২০২৪ তারিখের ০৬.০০ ঘণ্টায় রওনা দিয়ে শ্রী মাতা বৈষ্ণ দেবী কাতরা পৌঁছবে যথাক্রমে ২ ও ০৭ নভেম্বর, ২০২৪ তারিখের ০৬.২০ ঘণ্টায়।
➢ ট্রেন নং. ০৭৫৪০ (কাটিহার-মণিহারি) উৎসব স্পেশাল কাটিহার থেকে ২৬ অক্টোবর থেকে ১৯ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত দৈনিক ২০.৩০ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে মণিহারি পৌঁছবে ২১.৩০ ঘণ্টায়।
➢ ট্রেন নং. ০৭৫৪০ (কাটিহার-মণিহারি) উৎসব স্পেশাল কাটিহার থেকে ২৬ অক্টোবর থেকে ১৯ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত দৈনিক ২০.৩০ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে মণিহারি পৌঁছবে ২১.৩০ ঘণ্টায়।
একইভাবে ট্রেন নং. ০৭৫৩৯ (মণিহারি-কাটিহার) উৎসব স্পেশাল মণিহারি থেকে ২৭ অক্টোবর থেকে ২০ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত দৈনিক ০৫.০০ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে কাটিহার পৌঁছবে ০৬.০০ ঘণ্টায়। উভয় ট্রেন ২৫টি ট্রিপের জন্য চলাচল করবে।
একইভাবে ট্রেন নং. ০৭৫৩৯ (মণিহারি-কাটিহার) উৎসব স্পেশাল মণিহারি থেকে ২৭ অক্টোবর থেকে ২০ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত দৈনিক ০৫.০০ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে কাটিহার পৌঁছবে ০৬.০০ ঘণ্টায়। উভয় ট্রেন ২৫টি ট্রিপের জন্য চলাচল করবে।
➢ ট্রেন নং. ০৫৭৪০ (নিউ জলপাইগুড়ি-পাটনা) উৎসব স্পেশাল নিউ জলপাইগুড়ি থেকে প্রত্যেক শনিবার ০৫.০০ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে পাটনা পৌঁছবে ১৭.৪০ ঘণ্টায়।
➢ ট্রেন নং. ০৫৭৪০ (নিউ জলপাইগুড়ি-পাটনা) উৎসব স্পেশাল নিউ জলপাইগুড়ি থেকে প্রত্যেক শনিবার ০৫.০০ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে পাটনা পৌঁছবে ১৭.৪০ ঘণ্টায়।
একইভাবে ট্রেন নং. ০৫৭৩৯ (পাটনা-নিউ জলপাইগুড়ি) উৎসব স্পেশাল পাটনা থেকে প্রত্যেক শনিবার ১৯.৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন নিউ জলপাইগুড়ি পৌঁছবে ০৯.৩০ ঘণ্টায়। উভয় ট্রেন ২ থেকে ৩০ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ০৫টি ট্রিপের জন্য চলাচল করবে।
একইভাবে ট্রেন নং. ০৫৭৩৯ (পাটনা-নিউ জলপাইগুড়ি) উৎসব স্পেশাল পাটনা থেকে প্রত্যেক শনিবার ১৯.৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন নিউ জলপাইগুড়ি পৌঁছবে ০৯.৩০ ঘণ্টায়। উভয় ট্রেন ২ থেকে ৩০ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ০৫টি ট্রিপের জন্য চলাচল করবে।
➢ ট্রেন নং. ০৩৫০১ (আসানসোল-কাটিহার) উৎসব স্পেশাল আসানসোল থেকে ৩ নভেম্বর, ২০২৪ তারিখের ১৪.৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন কাটিহার পৌঁছবে ০১.৩০ ঘণ্টায়।
➢ ট্রেন নং. ০৩৫০১ (আসানসোল-কাটিহার) উৎসব স্পেশাল আসানসোল থেকে ৩ নভেম্বর, ২০২৪ তারিখের ১৪.৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন কাটিহার পৌঁছবে ০১.৩০ ঘণ্টায়।
একইভাবে ট্রেন নং. ০৩৫০২ (কাটিহার-আসানসোল) উৎসব স্পেশাল কাটিহার থেকে ৪ নভেম্বর, ২০২৪ তারিখের ০৪.১৫ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে আসানসোল পৌঁছবে ১৪.৪৫ ঘণ্টায়।
একইভাবে ট্রেন নং. ০৩৫০২ (কাটিহার-আসানসোল) উৎসব স্পেশাল কাটিহার থেকে ৪ নভেম্বর, ২০২৪ তারিখের ০৪.১৫ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে আসানসোল পৌঁছবে ১৪.৪৫ ঘণ্টায়।
➢ ট্রেন নং. ০৭৫৪১ (কাটিহার-দাউরাম মাধেপুরা) উৎসব স্পেশাল কাটিহার থেকে দৈনিক ১৯.০০ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে দাউরাম মাধেপুরা  পৌঁছবে ২২.০০ ঘণ্টায়।
➢ ট্রেন নং. ০৭৫৪১ (কাটিহার-দাউরাম মাধেপুরা) উৎসব স্পেশাল কাটিহার থেকে দৈনিক ১৯.০০ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে দাউরাম মাধেপুরা  পৌঁছবে ২২.০০ ঘণ্টায়।
একইভাবে ট্রেন নং. ০৭৫৪২ (দাউরাম মাধেপুরা-কাটিহার) উৎসব স্পেশাল দাউরাম মাধেপুরা থেকে দৈনিক ২২.৪৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন কাটিহার  পৌঁছবে ০২.৩০ ঘণ্টায়। উভয় ট্রেন ২৬ অক্টোবর থেকে ৩০ নভেম্বর, ২০২৪ পর্যন্ত ৩৬টি ট্রিপের জন্য চলাচল করবে।
একইভাবে ট্রেন নং. ০৭৫৪২ (দাউরাম মাধেপুরা-কাটিহার) উৎসব স্পেশাল দাউরাম মাধেপুরা থেকে দৈনিক ২২.৪৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন কাটিহার  পৌঁছবে ০২.৩০ ঘণ্টায়। উভয় ট্রেন ২৬ অক্টোবর থেকে ৩০ নভেম্বর, ২০২৪ পর্যন্ত ৩৬টি ট্রিপের জন্য চলাচল করবে।
➢ ট্রেন নং. ০৫৭৪৪ (কাটিহার-ছাপরা) উৎসব স্পেশাল কাটিহার থেকে ২৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার, রবিবার ও সোমবার ১৬.০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ছাপরা পৌঁছবে ০০.২০ ঘণ্টায়।
➢ ট্রেন নং. ০৫৭৪৪ (কাটিহার-ছাপরা) উৎসব স্পেশাল কাটিহার থেকে ২৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার, রবিবার ও সোমবার ১৬.০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ছাপরা পৌঁছবে ০০.২০ ঘণ্টায়।
একইভাবে ট্রেন নং. ০৫৭৪৩ (ছাপরা-কাটিহার) উৎসব স্পেশাল ছাপরা থেকে ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শুক্রবার,  সোমবার ও মঙ্গলবার ০৪.৩০ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে কাটিহার পৌঁছবে ১২.৩০ ঘণ্টায়। উভয় ট্রেন ১৫টি ট্রিপের জন্য চলাচল করবে।
একইভাবে ট্রেন নং. ০৫৭৪৩ (ছাপরা-কাটিহার) উৎসব স্পেশাল ছাপরা থেকে ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শুক্রবার,  সোমবার ও মঙ্গলবার ০৪.৩০ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে কাটিহার পৌঁছবে ১২.৩০ ঘণ্টায়। উভয় ট্রেন ১৫টি ট্রিপের জন্য চলাচল করবে।