লাইফস্টাইল Banana Peel: কলা ভুলে যান! খোসাতেই আছে ব্রহ্মাস্ত্র! এইভাবে ব্যবহার করলেই নিমেষে পাল্টে যাবে জীবন… Gallery October 28, 2024 Bangla Digital Desk কলার মতো কলার খোসাও কিন্তু দারুণ উপকারী! কলা খেয়ে খোসা ফেলে দেন সবাই! জানেন কলার খোসা কত কাজে লাগে? জানলে অবাক হবেন, আর ভুল করবেন না। ডার্মাটোলজিস্ট ডক্টর টেলর বুলক জানান, কলার খোসায় অ্যান্টি অক্সিডেন্ট থাকে ব্যাপক পরিমাণে। যা ত্বকের জন্য ভীষণ ভাল। চোখের নীচের কালো দাগ দূর করতে কলার খোসা জবাব নেই। পাকা কলার খোসা মুখে লাগালে পেতে পারেন উপকার। কলার খোসা দিয়ে তৈরি ফেসপ্যাক ত্বকে উজ্জ্বলতা আনে। জেদি কালো দাগ দূর করে ত্বকের স্বাভাবিক রঙ ফিরিয়ে দেয়। কলার খোসাতে দই আর মধু মিশিয়ে তৈরি করে নিন ফেসপ্যাক। এই ফেসপ্যাক ত্বকের বলিরেখা কমায়। কলার খোসা কেটে তাতে চিনি, মধু ও হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই ফেসপ্যাক মুখে লাগালে ত্বকের মৃত কোষ ও কালো দাগ দূর হবে। কলার খোসা সরাসরি মুখে লাগালেও ত্বক উজ্জ্বল হয়। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।