এই পাঁচ রাশির উপর সর্বদা সহায় থাকেন মা লক্ষ্মী। প্রতীকী ছবি।

Dhanteras 2024: ধনতেরাসে বাড়িতে আনুন এই গাছগুলি, মা লক্ষ্মীর আশীর্বাদে সম্পদে ভরে যাবে জীবন

আজ ধনতেরাস, দীপাবলির আগে ভগবান কুবের এবং ভগবান ধন্বন্তরি, মা লক্ষ্মী ও ভগবান গণেশের পুজা করা হয়। বিশ্বাস করা হয় এই শুভ দিনে কিছু বিশেষ উদ্ভিদ বাড়িতে আনলে সমস্ত দুর্ভোগ থেকে মুক্তি ঘটে। ঘরে সুখ-সমৃদ্ধির অভাব ঘটে না। প্রতীকী ছবি।
আজ ধনতেরাস, দীপাবলির আগে ভগবান কুবের এবং ভগবান ধন্বন্তরি, মা লক্ষ্মী ও ভগবান গণেশের পুজা করা হয়। বিশ্বাস করা হয় এই শুভ দিনে কিছু বিশেষ উদ্ভিদ বাড়িতে আনলে সমস্ত দুর্ভোগ থেকে মুক্তি ঘটে। ঘরে সুখ-সমৃদ্ধির অভাব ঘটে না। প্রতীকী ছবি।
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই বিশেষ দিনে বেশ কিছু বিশেষ উদ্ভিদ বাড়িতে আনলে ভগবানের কৃপা দৃষ্টি বর্ষিত হয়। ফলে ঘরে ধন-সম্পদ বৃদ্ধি হয়। দেখে নেওয়া যাক এই শুভ দিনে কোন কোন গাছ বাড়িতে আনবেন। প্রতীকী ছবি।
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই বিশেষ দিনে বেশ কিছু বিশেষ উদ্ভিদ বাড়িতে আনলে ভগবানের কৃপা দৃষ্টি বর্ষিত হয়। ফলে ঘরে ধন-সম্পদ বৃদ্ধি হয়। দেখে নেওয়া যাক এই শুভ দিনে কোন কোন গাছ বাড়িতে আনবেন। প্রতীকী ছবি।
কুবেরাক্ষি উদ্ভিদ (জেড প্ল্যান্ট)কুবেরাক্ষি উদ্ভিদকে আশ্চর্যজনক উদ্ভিদ হিসাবেও ধরা হয়ে থাকে। ভগবান কুবেরের ভীষণ প্রিয় এই উদ্ভিদ। এই উদ্ভিদ ধনতেরাসের দিন বাড়িতে আনলে ধন-সম্পদে পরিপূর্ণ হয় বাড়ি। আর্থিক যেকোনো সমস্যা নিবারণ করে এই উদ্ভিদ। প্রতীকী ছবি।
কুবেরাক্ষি উদ্ভিদ (জেড প্ল্যান্ট)
কুবেরাক্ষি উদ্ভিদকে আশ্চর্যজনক উদ্ভিদ হিসাবেও ধরা হয়ে থাকে। ভগবান কুবেরের ভীষণ প্রিয় এই উদ্ভিদ। এই উদ্ভিদ ধনতেরাসের দিন বাড়িতে আনলে ধন-সম্পদে পরিপূর্ণ হয় বাড়ি। আর্থিক যেকোনো সমস্যা নিবারণ করে এই উদ্ভিদ। প্রতীকী ছবি।
লক্ষ্মী কমল উদ্ভিদবাস্তু শাস্ত্র অনুযায়ী লক্ষ্মী কমলের বিশেষ ভূমিকা রয়েছে। ধনতেরাসের দিন এই বিশেষ উদ্ভিদ বাড়িতে আনলে তা সৌভাগ্য বয়ে নিয়ে আসে। বাড়ির প্রবেশ দ্বারে এই উদ্ভিদ রাখলে বাড়িতে আর্থিক সমস্যা দূর হয়। ধন-সম্পদ বৃদ্ধি করে এই উদ্ভিদ। প্রতীকী ছবি
লক্ষ্মী কমল উদ্ভিদ
বাস্তু শাস্ত্র অনুযায়ী লক্ষ্মী কমলের বিশেষ ভূমিকা রয়েছে। ধনতেরাসের দিন এই বিশেষ উদ্ভিদ বাড়িতে আনলে তা সৌভাগ্য বয়ে নিয়ে আসে। বাড়ির প্রবেশ দ্বারে এই উদ্ভিদ রাখলে বাড়িতে আর্থিক সমস্যা দূর হয়। ধন-সম্পদ বৃদ্ধি করে এই উদ্ভিদ। প্রতীকী ছবি
জবা গাছহিন্দু ধর্মে জবা ফুলের মাহাত্ম্য অনেক। জবা ফুল প্রায় অধিকাংশ দেব-দেবীকেই অর্পণ করা হয়ে থাকে। এই পবিত্র গাছ বাড়িতে ধনতেরাসের দিন আনলে তা কুবের দেবকে প্রসন্ন করে। প্রতীকী ছবি
জবা গাছ
হিন্দু ধর্মে জবা ফুলের মাহাত্ম্য অনেক। জবা ফুল প্রায় অধিকাংশ দেব-দেবীকেই অর্পণ করা হয়ে থাকে। এই পবিত্র গাছ বাড়িতে ধনতেরাসের দিন আনলে তা কুবের দেবকে প্রসন্ন করে। প্রতীকী ছবি
তুলসি গাছতুলসি গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র। তুলসি গাছ ধনতেরাসের দিন বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই দিন তুলসি গাছ বাড়িতে পুঁতলে তা বাড়ির সদস্যদের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং বাড়িতে ধন-সম্পদ বৃদ্ধি করে। প্রতীকী ছবি।
তুলসি গাছ
তুলসি গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র। তুলসি গাছ ধনতেরাসের দিন বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই দিন তুলসি গাছ বাড়িতে পুঁতলে তা বাড়ির সদস্যদের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং বাড়িতে ধন-সম্পদ বৃদ্ধি করে। প্রতীকী ছবি।
সাদা অপরাজিতা গাছসাদা অপারাজিতা গাছ ধনতেরাসের দিন বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ। মা লক্ষ্মীর খুবই প্রিয় ফুল সাদা অপারাজিতা। এই গাছ বাড়িতে আনলে যেকোনো ধরণের আর্থিক মন্দা দূর করতে সাহায্য করে। প্রতীকী ছবি।
সাদা অপরাজিতা গাছ
সাদা অপারাজিতা গাছ ধনতেরাসের দিন বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ। মা লক্ষ্মীর খুবই প্রিয় ফুল সাদা অপারাজিতা। এই গাছ বাড়িতে আনলে যেকোনো ধরণের আর্থিক মন্দা দূর করতে সাহায্য করে। প্রতীকী ছবি।

(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)