লাইফস্টাইল High Uric Acid Control Tips: এক পাতাতেই ঠান্ডা ইউরিক অ্যাসিড! হাড়ের খাঁজ থেকে টেনে বের করবে যন্ত্রণা, শরীর থাকবে সুপারফিট Gallery October 29, 2024 Bangla Digital Desk ইউরিক অ্যাসিড ঘাড়ে চেপে বসলে সারা পৃথিবী যেন অন্ধকারে পরিণত হয়ে যায় ৷ প্রধানত খারাপ খাবার দাবার এর জন্য দায়ী নয় ৷ প্রতীকী ছবি ৷ খাবার জীবনশৈলী, বিশ্রামের অভাব, আরও বেশ কিছু কারণেই শরীরে বাড় বাড়ন্ত হয়ে থাকে ইউরিক অ্যাসিডের ৷ প্রতীকী ছবি ৷ যদি ইউরিক অ্যাসিড লাগামছাড়া হয়ে থাকে তবে এর প্রভাবে ডায়াবেটিস, কোলেস্টেরল, থাইরয়েড, অতিরিক্ত পরিমাণে মেদ সমস্যা হয়ে দাঁড়ায় ৷ প্রতীকী ছবি ৷ বর্তমানে বহু মানুষ ইউরিক অ্যাসিডের যন্ত্রণায় ভুগে থাকেন ৷ পিউরিন নামক প্রোটিন পদার্থ ভেঙে গিয়ে ইউরিক অ্যাসিডের বাড় বাড়ন্ত তৈরি হয় ৷ প্রতীকী ছবি ৷ প্রধানত কিডনির কার্যকারিতা হারিয়ে গেলেই শরীরে অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড জমা হয়ে থাকে ৷ এরফলে কিডনিতে পাথরও হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷ বিশিষ্ট আয়ু্র্বেদ বিদ রিচা আগরওয়াল সূত্রে জানা গিয়েছে ইউরিক অ্যাসিডের ভয়ঙ্কর যন্ত্রণা থেকে মুক্তি দেয় এই পাতা ৷ হাড়ের খাঁজ থেকে টেনে বের করে ইউরিক অ্যাসিড ৷ প্রতীকী ছবি ৷ কারিপাতা ইউরিক অ্যাসিডে অত্যন্ত বিশাল ভাবে কাজ করে থাকে ৷ ভাল খাবার দাবার, ভাল লাইফস্টাইল, ঘুম, বিশ্রাম ইত্যাদির মানও শুধরাতে হবে ৷ প্রতীকী ছবি ৷ কারিপাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে ৷ এরফলে ব্যথা যন্ত্রণা ছুটি নেয় জীবন থেকে ৷ প্রচুর পরিমাণে ফাইবার শরীরে থাকে তাই টক্সিনকে ডিটক্সিফাই করে তোলে ৷ প্রতীকী ছবি ৷ ক্রমবর্ধমান ইউরিক অ্যাসিডের স্তর নিয়ন্ত্রিত করতে পারে, শরীর থাকে অত্যন্ত পরিমাণে ফুরফুরে ও ঝরঝরে ৷ নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করে ৷ প্রতীকী ছবি ৷ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কারিপাতা চেবালে ইউরিক অ্যাসিডের সমস্যা গলে গলে পড়ে ৷ ব্যথা, যন্ত্রণা অতি সহজেই দূর হতে পারে ৷ প্রতীকী ছবি ৷ ইউরিক অ্যাসিডের স্তর শরীরে বৃদ্ধি পেলেই যম রূপে আবির্ভূত হয়ে থাকে কারিপাতা ৷ ইউরিক অ্যাসিডের স্তর কম করতে বিভিন্ন ভাবে কারিপাতা খাবারে ব্যবহার করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷ দই ভাতের সঙ্গে কারিপাতা, পোহাতে কারিপাতা, সাম্বার, রসম, এমনকি প্রচুর মুখরোচক নোনতায় ইউরিক অ্যাসিডের যন্ত্রণা কমতে পারে ৷ প্রতীকী ছবি ৷ বিভিন্ন সবজিতে ব্যবহার করতে পারেন, রক্তে ইউরিক অ্যাসিডের স্তর হঠাৎ করে বেড়ে গেলে, সকাল সকাল চিবিয়ে নিতে পারেন ইউরিক অ্যাসিডে ৷ শরীর থাকবে ঝরঝরে, ফুরফুরে ৷ প্রতীকী ছবি ৷ Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷