অযোধ্যা: দীপোৎসব উপলক্ষে সেজে উঠছে মন্দির শহর অযোধ্যা। দীপাবলির প্রাক্কালে বুধবারই অষ্টম মেগা দীপোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা। সেই কারণে ৩০ নভেম্বর সরযূ নদীর তীরে জ্বালানো হবে ২৫ লক্ষ প্রদীপ। আর গোটা শহর জুড়ে জ্বালানো হবে ৩৫ লক্ষ প্রদীপ। রামজন্মভূমি মন্দিরকে আলোকিত করবে বিশেষ পরিবেশ-বান্ধব প্রদীপ। আর এভাবেই দীপাবলিতে একটা নতুন বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্য নির্ধারণ করেছে উত্তরপ্রদেশ সরকার।
সকাল ১০টা থেকে দীপোৎসব শুরু হওয়ার কথা। ফলে সেখানকার ভলান্টিয়ার, সুপারভাইজার এবং ঘাট কো-অর্ডিনেটরদের মধ্যে ব্যস্ততা চোখে পড়ার মতো! প্রায় ২৫ লক্ষ প্রদীপে তেল ঢালা এবং সলতে পরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে আবার সাকেত মহাবিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা শুরু হবে। যেখানে দেখা যাবে ১৮টি ট্যাবলো। এর মধ্যে তথ্য দফতরের ১১টি ট্যাবলো এবং পর্যটন দফতরের ৭টি ট্যাবলো থাকছে। যেখানে প্রতিফলিত হবে রামায়ণের দৃশ্য।
আরও পড়ুন: বাজি কিনে ফেরার পথে কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত দাদা, আশঙ্কাজনক ভাই
এ দিন সন্ধ্যায় সরযূ আরতি করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সময় তাঁর সঙ্গে থাকবেন ১১০০ জন বটুক এবং ১৫৭ জন সাধুসন্ত। এরপর সন্ধ্যা নামলেই রাম কি পৈড়ি-সহ এখানকার মোট ৫৫টি ঘাটে প্রায় ২৮ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলনের কাজ শুরু হয়ে যাবে। অবধ বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৩০ হাজার ভলান্টিয়ার নেওয়া হয়েছে। তাঁরাই অযোধ্যাকে আলোয় সাজিয়ে তোলার দায়িত্ব নিয়েছেন। সন্ধ্যায় লক্ষ লক্ষ প্রদীপ জ্বলে ওঠার পরেই গিনেস বুকের একটি দল ড্রোন ব্যবহার করে প্রদীপের সংখ্যা যাচাই করবে। এরপর রাত ৮টা নাগাদ দেশবাসীর সামনে চলে আসবে ফলাফল। তবে সব থেকে বিশেষ ভাবে নজর কাড়তে চলেছে ১০ নম্বর ঘাটের স্বস্তিকা। প্রায় ৮০ হাজার প্রদীপ ব্যবহার করে তৈরি করা হবে স্বস্তিকাটি।|
শুধু তা-ই নয়, অযোধ্যার আকাশে ভেসে উঠবে দুর্ধর্ষ একটি এরিয়াল ড্রোন শো। অংশগ্রহণ করবে প্রায় ৫০০টি ড্রোন। আসলে ভারতে তৈরি এই ড্রোনগুলি ফুটিয়ে তুলবে রাবণ বধ, পুষ্পক রথ, দীপোৎসব এবং রাম দরবার বাল্মীকির দৃশ্য। সঙ্গে থাকবে লেজার লাইটের শো, ভয়েস ওভার এবং মিউজিকও। ফলে দর্শনার্থীরা এক দুর্ধর্ষ অভিজ্ঞতার সাক্ষী থাকতে চলেছেন। পুরনো সরযূ সেতুতে আবার দেখা যাবে আতশবাজির রোশনাই।
দীপোৎসবের প্রাক্কালে অযোধ্যার রাম কথা পার্কে একটি তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এই প্রদর্শনী শুরু হয়েছিল গত ২৮ অক্টোবর। আর তা চলছে ৩০ অক্টোবর পর্যন্ত।