পর্দায় ফাটাকেষ্ট মিঠুন! আসল ফাটাকেষ্টকে চেনেন? তাঁর কালী পুজো আজও জনপ্রিয়!

টিভির পর্দার ফাটাকেষ্ট তিনি। যে কেউ বলবেন, মিঠুন চক্রবর্তীকেই সব থেকে ভাল মানিয়েছিল ফাটাকেষ্ট চরিত্রে। তবে বাস্তবের ফাটাকেষ্ট কিন্তু মিঠুন নন।
টিভির পর্দার ফাটাকেষ্ট তিনি। যে কেউ বলবেন, মিঠুন চক্রবর্তীকেই সব থেকে ভাল মানিয়েছিল ফাটাকেষ্ট চরিত্রে। তবে বাস্তবের ফাটাকেষ্ট কিন্তু মিঠুন নন।
কলকাতার অন্যতম জনপ্রিয় কালীপুজোর মধ্যে ফাটাকেষ্টর পুজো। এখনও রমরমিয়ে হয় পুজো। কলেজ স্ট্রিটের অদূরেই আমহার্স্ট স্ট্রিটে কাছে সীতারাম ঘোষ স্ট্রিটে ফাটাকেস্টর কালীপুজো হয় প্রতি বছর।
কলকাতার অন্যতম জনপ্রিয় কালীপুজোর মধ্যে ফাটাকেষ্টর পুজো। এখনও রমরমিয়ে হয় পুজো। কলেজ স্ট্রিটের অদূরেই আমহার্স্ট স্ট্রিটে কাছে সীতারাম ঘোষ স্ট্রিটে ফাটাকেস্টর কালীপুজো হয় প্রতি বছর।
প্যান্ডেল বাঁধা হত উঁচুতে। নিচের দিকটা ফাঁকা রাখা হত। দর্শনার্থীরা যাতে দর্শনের পর সেখান দিয়ে বেরিয়ে যেতে পারেন!
প্যান্ডেল বাঁধা হত উঁচুতে। নিচের দিকটা ফাঁকা রাখা হত। দর্শনার্থীরা যাতে দর্শনের পর সেখান দিয়ে বেরিয়ে যেতে পারেন!
ফাটাকেষ্টর কালী মূর্তির মাথা কিছুটা হেলানো অবস্থায় থাকত। ১৫ দিন ধরে পুজো হত। বিসর্জনেও লোকজনের ভিড় দেখার মতো।
ফাটাকেষ্টর কালী মূর্তির মাথা কিছুটা হেলানো অবস্থায় থাকত। প্যান্ডেল আর মূর্তির এই ছিল বিশেষত্ব। ১৫ দিন ধরে পুজো হত। বিসর্জনেও লোকজনের ভিড় দেখার মতো।
অনেকে বলেন, ফাটাকেষ্টর আসল নাম কৃষ্ণচন্দ্র দত্ত। অনেকে তাঁকে বলেন কলকাতার প্রথম ডন।
অনেকে বলেন, ফাটাকেষ্টর আসল নাম কৃষ্ণচন্দ্র দত্ত। অনেকে তাঁকে বলেন কলকাতার প্রথম ডন।
ফাটাকেষ্টর সেই পুজোতে অমিতাভ বচ্চন থেকে আশা ভোঁসলে, অনেক তারকাই এসেছেন প্রতি বছর।
ফাটাকেষ্টর সেই পুজোতে অমিতাভ বচ্চন থেকে আশা ভোঁসলে, অনেক তারকাই এসেছেন প্রতি বছর।