Diwali Tips: How to make diya last longer in oil lamp

Diwali 2024: দীপাবলিতে অনেক ক্ষণ প্রদীপ জ্বালিয়ে রাখতে চান? জানুন সহজ নিয়ম

যতই টুনি আলো আসুক না কেন, মাটির প্রদীপের সৌন্দর্য এখনও অম্লান৷ কালীপুজো এবং দীপাবলিতে বাড়ির প্রতি কোণ উদ্ভাসিত হোক প্রদীপের আলোয়৷
যতই টুনি আলো আসুক না কেন, মাটির প্রদীপের সৌন্দর্য এখনও অম্লান৷ কালীপুজো এবং দীপাবলিতে বাড়ির প্রতি কোণ উদ্ভাসিত হোক প্রদীপের আলোয়৷
অনেক বাঙালি পরিবারে ফুলের পাপড়ি আর শুকনো রং দিয়ে করা রঙ্গোলিও এখন বেশ ট্রেন্ডিং৷ কিন্তু প্রদীপের শিখা দীর্ঘক্ষণ ধরে না জ্বললেই সব আয়োজন মাটি৷ কিছু টুকিটাকি মনে রাখলেই প্রদীপের শিখা হবে দীর্ঘস্থায়ী৷
অনেক বাঙালি পরিবারে ফুলের পাপড়ি আর শুকনো রং দিয়ে করা রঙ্গোলিও এখন বেশ ট্রেন্ডিং৷ কিন্তু প্রদীপের শিখা দীর্ঘক্ষণ ধরে না জ্বললেই সব আয়োজন মাটি৷ কিছু টুকিটাকি মনে রাখলেই প্রদীপের শিখা হবে দীর্ঘস্থায়ী৷
রুপো, পিতল বা মাটির প্রদীপ ব্যবহার করুন দীপাবলির সন্ধ্যা আলোকিত করে তোলা জন্য৷ যদি মাটির প্রদীপ নেন, তাহলে আগের দিন সারারাত জলে ভিজিয়ে রাখুন৷ পরের দিন ব্যবহারের আগে রোদে ভাল করে শুকিয়ে নিন৷ এর ফলে প্রদীপ তেল শুষে নেবে না৷
রুপো, পিতল বা মাটির প্রদীপ ব্যবহার করুন দীপাবলির সন্ধ্যা আলোকিত করে তোলা জন্য৷ যদি মাটির প্রদীপ নেন, তাহলে আগের দিন সারারাত জলে ভিজিয়ে রাখুন৷ পরের দিন ব্যবহারের আগে রোদে ভাল করে শুকিয়ে নিন৷ এর ফলে প্রদীপ তেল শুষে নেবে না৷
চেষ্টা করবেন একটা উঁচু জলচৌকিতে প্রদীপগুলি সাজানোর৷ এখন বাড়িতে কুলুঙ্গি থাকে না৷ তাই বলে মাটিতেই প্রদীপ বসিয়ে দেবেন না৷ দরজার কাছে দেওয়ার কথা হলে আলাদা৷ নয়তো প্রদীপ সব সময় বসান উঁচু কোনও আধারে৷
চেষ্টা করবেন একটা উঁচু জলচৌকিতে প্রদীপগুলি সাজানোর৷ এখন বাড়িতে কুলুঙ্গি থাকে না৷ তাই বলে মাটিতেই প্রদীপ বসিয়ে দেবেন না৷ দরজার কাছে দেওয়ার কথা হলে আলাদা৷ নয়তো প্রদীপ সব সময় বসান উঁচু কোনও আধারে৷
প্রদীপ বসানোর জায়গায় আবির বা শুকনো রং এবং চাল দিয়ে তৈরি করুন ‘অষ্টদল’, আট পাপড়ি সমেত পদ্মফুল৷ ইচ্ছে হলে অন্য নক্সাও করতে পারেন৷ নক্সার মাঝে বসান বড় প্রদীপটিকে৷ চার ধারে সাজিয়ে দিন বাকি বাতিগুলিকে৷
প্রদীপ বসানোর জায়গায় আবির বা শুকনো রং এবং চাল দিয়ে তৈরি করুন ‘অষ্টদল’, আট পাপড়ি সমেত পদ্মফুল৷ ইচ্ছে হলে অন্য নক্সাও করতে পারেন৷ নক্সার মাঝে বসান বড় প্রদীপটিকে৷ চার ধারে সাজিয়ে দিন বাকি বাতিগুলিকে৷
প্রদীপ কত ক্ষণ ধরে জ্বলবে, তার জন্য গুরুত্বপূর্ণ এর সলতেও৷ বাড়িতে যদি সলতে তৈরি করতে পারেন, তাহলে খুবই ভাল৷ নয়তো কিনতেও পাওয়া যায় দশকর্মা ভান্ডারে৷ তবে গেঞ্জি কাপড়ের তৈরি সলতে কখনওই কিনবেন না৷ তুলো দিয়ে তৈরি সলতেই সবথেকে ভাল৷ লম্বাটে বা গোল, প্রদীপের আকার বুঝে সলতে ব্যবহার করুন৷
প্রদীপ কত ক্ষণ ধরে জ্বলবে, তার জন্য গুরুত্বপূর্ণ এর সলতেও৷ বাড়িতে যদি সলতে তৈরি করতে পারেন, তাহলে খুবই ভাল৷ নয়তো কিনতেও পাওয়া যায় দশকর্মা ভান্ডারে৷ তবে গেঞ্জি কাপড়ের তৈরি সলতে কখনওই কিনবেন না৷ তুলো দিয়ে তৈরি সলতেই সবথেকে ভাল৷ লম্বাটে বা গোল, প্রদীপের আকার বুঝে সলতে ব্যবহার করুন৷
প্রদীপের জন্য আপনি ঘি, সর্ষের তেল, তিলের তেল বা রেড়ির তেল যাকে আমরা ক্যাস্টর অয়েল বলে চিনি, যে কোনও একটা ব্যবহার করতে পারেন৷ রেড়ির তেলেও কিন্তু প্রদীপ খুব সুন্দর প্রজ্বলিত হয়৷ প্রদীপে তেলের যোগান মাঝে মাঝেই দিয়ে যেতে হবে৷ তবে সলতে যেন পুরোপুরে ডুবে না যায়, সে খেয়ালও রাখতে হবে৷
প্রদীপের জন্য আপনি ঘি, সর্ষের তেল, তিলের তেল বা রেড়ির তেল যাকে আমরা ক্যাস্টর অয়েল বলে চিনি, যে কোনও একটা ব্যবহার করতে পারেন৷ রেড়ির তেলেও কিন্তু প্রদীপ খুব সুন্দর প্রজ্বলিত হয়৷ প্রদীপে তেলের যোগান মাঝে মাঝেই দিয়ে যেতে হবে৷ তবে সলতে যেন পুরোপুরে ডুবে না যায়, সে খেয়ালও রাখতে হবে৷
অনেক বাড়িতে কোনও ব্রত বা উপবাস চলার সময় ‘অখণ্ডজ্যোতি’ পালন করা হয়৷ অর্থাৎ যত ক্ষণ ব্রত চলবে, তত ক্ষণ প্রদীপও জ্বলবে ৷ সেক্ষেত্রে নতুন সলতে প্রজ্বলিত করে পুরনো, ব্যবহৃত সলতেটি আলতো করে সরিয়ে নিতে হবে৷
অনেক বাড়িতে কোনও ব্রত বা উপবাস চলার সময় ‘অখণ্ডজ্যোতি’ পালন করা হয়৷ অর্থাৎ যত ক্ষণ ব্রত চলবে, তত ক্ষণ প্রদীপও জ্বলবে ৷ সেক্ষেত্রে নতুন সলতে প্রজ্বলিত করে পুরনো, ব্যবহৃত সলতেটি আলতো করে সরিয়ে নিতে হবে৷
ঘি গরম করে গলিয়ে নিন৷ বাড়িতে তৈরি খাঁটি ঘি হলে সব থেকে ভাল৷ এ বার একটা এয়ারটাইট কৌটোয় ওই তরল ঘি রেখে তার মধ্যে চুবিয়ে রাখুন সলতেগুলি৷ তার পর কৌটোর মুখ বন্ধ করে দিন৷ যখন প্রদীপ জ্বালানোর সময় আসবে, তখন একে একে সলতে সাবধানে বার করে নিন৷ সলতে যত বেশি ঘিয়ে দ্রবীভূত হয়ে থাকবে, তত উজ্জ্বল ও দীর্ঘস্থায়ী হবে প্রদীপের শিখা৷ Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ঘি গরম করে গলিয়ে নিন৷ বাড়িতে তৈরি খাঁটি ঘি হলে সব থেকে ভাল৷ এ বার একটা এয়ারটাইট কৌটোয় ওই তরল ঘি রেখে তার মধ্যে চুবিয়ে রাখুন সলতেগুলি৷ তার পর কৌটোর মুখ বন্ধ করে দিন৷ যখন প্রদীপ জ্বালানোর সময় আসবে, তখন একে একে সলতে সাবধানে বার করে নিন৷ সলতে যত বেশি ঘিয়ে দ্রবীভূত হয়ে থাকবে, তত উজ্জ্বল ও দীর্ঘস্থায়ী হবে প্রদীপের শিখা৷ Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।