কলকাতা November 2024 List: মাসের অর্ধেক দিনই ছুটি! নভেম্বরে কদিন-কীসের ছুটি সরকারি কর্মচারীদের! রইল চমকে ওঠা তালিকা Gallery October 30, 2024 Bangla Digital Desk অক্টোবর মাস প্রায় কেটেছে ছুটিতেই। ছুটির দিক থেকে পিছিয়ে নেই নভেম্বর মাসও। দুর্গাপুজো ছিল অক্টোবরেই। সেই সঙ্গে গান্ধীজির জন্মদিন থেকে লক্ষ্মীপুজো। রাজ্য সরকারের পক্ষে অর্থ দফতর থেকে প্রতিবছর এই ছুটির তালিকা ঘোষণা করে। চলতি বছর, অক্টোবর মাসের শেষদিন ৩১ অক্টোবর পড়েছে কালীপুজো। কালীপুজো এবার বৃহস্পতিবার। তবে, রাজ্য সরকার এর পরের দিন ১ নভেম্বরও ছুটি দিয়ে রেখেছে। সেই শুক্রের ছুটির পরে শনি ও রবি মিলিয়ে চার দিনের ছুটি হতে পারত। কিন্তু রবিবার মানে ৩ নভেম্বর আবার ভ্রাতৃদ্বিতীয়া। পরের দিন সোমবারও ভাইফোঁটার অতিরিক্ত ছুটি ঘোষণা করা রয়েছে। মানে ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর টানা পাঁচ দিনের ছুটি। ৭ নভেম্বর ছটপুজোর ছুটি। সে দিনটা বৃহস্পতিবার। তার পরেরদিন শুক্রবার জগদ্ধাত্রী পুজোর ছুটি। তার পরে আবার শনি ও রবিবার। ফলে ৭ থেকে ১০ নভেম্বর টানা চার দিনের ছুটি। তারপর আবার, ১৫ নভেম্বর গুরু নানকের জন্মদিন। সেটাও আবার শুক্রবার। আবার শনি, রবি মিলিয়ে তিন দিনের টানা ছুটি। তবে, বেশি ছুটি নেই ডিসেম্বর মাসে। ডিসেম্বর শুরুও হচ্ছে রবিবার দিয়ে। ওই মাসটায় অবশ্য শনি, রবি বাদ দিলে ছুটি একটাই। ২৫ ডিসেম্বর বড়দিন। এ বারে সেটা বুধবারে পড়েছে।