দেশ Gold ornaments: ময়লার গাড়িতে চলে গেল গয়না ভর্তি ব্যাগ! টের পেতেই মাথায় হাত, শেষে টান টান নাটক Gallery November 1, 2024 Bangla Digital Desk দিওয়ালির আগে বাড়ি ঘর পরিষ্কার করতে গিয়ে বিপত্তি বাঁধাল পরিবার৷ বাড়ি ঘর পরিষ্কারের পর বাতিল এবং পরিত্যক্ত জিনিসের সঙ্গে চার লক্ষ টাকার গয়না ভর্তি ব্যাগ আবর্জনা নেওয়ার গাড়ির মধ্যে ফেলে দিল তাঁরা৷ প্রতীকী ছবি অবাক করার মতো এই ঘটনা ঘটেছে রাজস্থানের ভিলওয়াড়া এলাকায়৷ যদিও শেষ পর্যন্ত স্থানীয় পুর কর্তৃপক্ষের তৎপরতা এবং সাফাই কর্মীদের সততার জেরে ওই সোনার গয়না ভর্তি ব্যাগ ফেরত পেয়েছে ওই পরিবার৷ প্রতীকী ছবি ঘটনাটি ঘটেছে ভিলওয়াড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে৷ চিরাগ শর্মা নামে এক ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটেছে৷ প্রতীকী ছবি ওই ব্যক্তি জানিয়েছেন, ওই গয়না ভর্তি ব্যাগটি বাড়ির এক কোণে রাখা ছিল৷ পুরসভার ময়লা নেওয়ার গাড়ি এলে অন্যান্য জিনিসের সঙ্গে সেই গয়না ভর্তি ব্যাগও ফেলে দেওয়া হয়৷ প্রতীকী ছবি বিষয়টি নজরে আসতেই ওই পরিবারের মাথায় হাত পড়ে৷ সঙ্গে সঙ্গে পুরসভা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়৷ এর পরই গয়নার ব্যাগ খুঁজে বের করতে বিশেষ দল তৈরি করে পুরসভা৷ প্রতীকী ছবি পুরসভার জঞ্জাল অপসারণ বিভাগের কয়েকজন কর্মীকে এই দায়িত্ব দেওয়া হয়৷ প্রথমেই ওই গাড়িটিকে চিহ্নিত করা হয়৷ জানা যায়, যে জায়গায় পুরসভার সব ময়লা ফেলা হয়, ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছে গাড়িটি৷ প্রতীকী ছবি এর পর পুরসভার বিশেষ দল সেই আবর্জনার বিপুল স্তূপের মধ্যে গয়নার ব্যাগ খোঁজার কাজ শুরু করে৷ দীর্ঘক্ষণ তল্লাশির পর অবশ্য উদ্ধার হয় গয়না ভর্তি সেই ব্যাগ৷ প্রতীকী ছবি শেষ পর্যন্ত ময়লা স্তূপের মধ্যে থেকে গয়না ভর্তি ব্যাগ উদ্ধার করে ওই পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ গয়না ফেরত পাওয়ার আশা অবশ্য ততক্ষণে ছেড়েই দিয়েছিল ওই পরিবার৷ পুর কর্তৃপক্ষ এবং ব্যাগ খোঁজার দায়িত্বে থাকা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ওই পরিবার৷ প্রতীকী ছবি