আগামীকাল ভাইফোঁটা, ভাইয়ের দীর্ঘায়ু কামনায় কপালে ফোঁটা এঁকে দেন বোন বা দিদি। ভাই-বোনের মধ্যে ঝগড়া,খুনসুটি, মনোমালিন্য থাকলেও এই দিনটা যেন সব ভুলে শুধু আনন্দের দিন। আর এই দিন দিদি বা বোনকে কী উপহার দেবেন? ভেবে পাচ্ছেন না? প্রতীকী ছবি

Bhaiphonta 2024: রাত পোহালেই ঘুরবে ভাগ্য…! ভাইফোঁটার দিন করুন এই ছোট্ট কাজ! যমরাজ তুষ্ট হলেই বাধা-বিপত্তি শেষ! ভাইয়ের আয়ু বাড়বে

দীপাবলি শেষ হতেই ভাইফোঁটার জন্য অপেক্ষা করে থাকেন আপামর বাঙালি৷ চলতি বছর ভাইফোঁটা পালিত হবে ৩ নভেম্বর, ২০২৪৷ প্রতিবছর কার্তিক মাসের দ্বিতীয়া তিথিতে পালিত হবে ভাইফোঁটা।
দীপাবলি শেষ হতেই ভাইফোঁটার জন্য অপেক্ষা করে থাকেন আপামর বাঙালি৷ চলতি বছর ভাইফোঁটা পালিত হবে ৩ নভেম্বর, ২০২৪৷ প্রতিবছর কার্তিক মাসের দ্বিতীয়া তিথিতে পালিত হবে ভাইফোঁটা।
প্রতিবছর এই ভাইফোঁটার বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন ভাইবোনেরা৷ এদিন সমস্ত বোনেরা ভাইয়ের কপালে তিলক লাগিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে৷
প্রতিবছর এই ভাইফোঁটার বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন ভাইবোনেরা৷ এদিন সমস্ত বোনেরা ভাইয়ের কপালে তিলক লাগিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে৷
কার্তিক মাসের দ্বিতীয়া তিথি নভেম্বর মাসের ২ তারিখ পড়েছে, এদিন শুভ সময় শুরু হবে রাত ৮ টা ২১ মিনিটে। এবং চলবে নভেম্বর মাসের ৩ তারিখ রাত ১০ টা ৫ মিনিট পর্যন্ত।
কার্তিক মাসের দ্বিতীয়া তিথি নভেম্বর মাসের ২ তারিখ পড়েছে, এদিন শুভ সময় শুরু হবে রাত ৮ টা ২১ মিনিটে। এবং চলবে নভেম্বর মাসের ৩ তারিখ রাত ১০ টা ৫ মিনিট পর্যন্ত।
উদয় তিথি অনুসারে, এবছর ভাইফোঁটা পালিত হবে ৩ তারিখ। ৩ তারিখ সকাল ১১ টা ৩৮ মিনিট থেকে শুভ সময় শুরু হচ্ছে। এই সময়  শোভন যোগ তৈরি হচ্ছে।
উদয় তিথি অনুসারে, এবছর ভাইফোঁটা পালিত হবে ৩ তারিখ। ৩ তারিখ সকাল ১১ টা ৩৮ মিনিট থেকে শুভ সময় শুরু হচ্ছে। এই সময় শোভন যোগ তৈরি হচ্ছে।
ভাইফোঁটার দিন সবথেকে শুভ সময় ১১ টা ৪৬ মিনিট। ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ৪ টে ৫১ মিনিট থেকে যা চলবে ৫ টা ৪৬ মিনিট পর্যন্ত সকালে। এবং বিজয় মুহূর্ত পড়েছে ১ টা ৫৪ মিনিট থেকে রাত ২ টো ৩৮ মিনিট পর্যন্ত। গোধূলির শুভ সময় বিকেল ৫ টা ৩৪ মিনিট থেকে সন্ধে ৬ টা পর্যন্ত।
ভাইফোঁটার দিন সবথেকে শুভ সময় ১১ টা ৪৬ মিনিট। ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ৪ টে ৫১ মিনিট থেকে যা চলবে ৫ টা ৪৬ মিনিট পর্যন্ত সকালে। এবং বিজয় মুহূর্ত পড়েছে ১ টা ৫৪ মিনিট থেকে রাত ২ টো ৩৮ মিনিট পর্যন্ত। গোধূলির শুভ সময় বিকেল ৫ টা ৩৪ মিনিট থেকে সন্ধে ৬ টা পর্যন্ত।
এদিন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করতে ভাইয়ের কপালে তিলক পরানো হয়৷ এদিন এই কাজগুলি করলে ভাইয়ের আয়ু বৃদ্ধি পায়৷
এদিন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করতে ভাইয়ের কপালে তিলক পরানো হয়৷ এদিন এই কাজগুলি করলে ভাইয়ের আয়ু বৃদ্ধি পায়৷
ভাইফোঁটা দেওয়ার সময় যখন ভাইয়ের কপালে ফোঁটা দেবেন তখন অবশ্যই সুপারি, চাল, রুপো, মুদ্রা ইত্যাদি দেবেন। তারপর অভাবী কোনও ব্যক্তিকে এই জিনিসগুলি দান করে দেবেন। এতে আপনার ভাইয়ের পরিবারের সুখ লেগে থাকবে। শুধু তাই নয়, ভাইফোঁটা দেওয়ার সময় নারকেল, চিনি, কালো ছোলা, শস্য ইত্যাদি ভাইকে দিন। যমরাজের নামে প্রদীপ জ্বালান।
ভাইফোঁটা দেওয়ার সময় যখন ভাইয়ের কপালে ফোঁটা দেবেন তখন অবশ্যই সুপারি, চাল, রুপো, মুদ্রা ইত্যাদি দেবেন। তারপর অভাবী কোনও ব্যক্তিকে এই জিনিসগুলি দান করে দেবেন। এতে আপনার ভাইয়ের পরিবারের সুখ লেগে থাকবে। শুধু তাই নয়, ভাইফোঁটা দেওয়ার সময় নারকেল, চিনি, কালো ছোলা, শস্য ইত্যাদি ভাইকে দিন। যমরাজের নামে প্রদীপ জ্বালান।
ভাইফোঁটা দেওয়ার সময় অবশ্যই গঙ্গা, যমুনা ,জমি, যমরাজকে স্মরণ করে তারপরেই কিন্তু ভাইফোঁটা দেবেন। সেই সঙ্গে অবশ্যই ভাইফোঁটার মন্ত্রটি উচ্চারণ করবেন। এতে কিন্তু যমুনা ও যম দু'জনেই খুশি হন।
ভাইফোঁটা দেওয়ার সময় অবশ্যই গঙ্গা, যমুনা ,জমি, যমরাজকে স্মরণ করে তারপরেই কিন্তু ভাইফোঁটা দেবেন। সেই সঙ্গে অবশ্যই ভাইফোঁটার মন্ত্রটি উচ্চারণ করবেন। এতে কিন্তু যমুনা ও যম দু’জনেই খুশি হন।