নির্মলাকে ‘বাজেট ঠেস’, উদ্ধবের খোঁচায় হাসির ফোয়ারা, জোর ট্রোল সোশ্যাল মিডিয়ায়

#মুম্বইঃ এলেন, দেখলেন, জয় করলেন৷ সিএনবিসিটিভি১৮ এর ইন্ডিয়া বিজনেস লি়ডার অ্যাওয়ার্ড (IBLA) অনুষ্ঠান মাতিয়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ একের পর এক বাণে বিদ্ধ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামকে৷ বাজেট নিয়ে তাঁর শ্লেষে দর্শকের পেটে খিল ধরার জোগাড়৷ করতালিতে ফেটে পড়তে দেখা গেল মুকেশ আম্বানিকেও৷ মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি৷

ঠিক কী বলেছিলেন উদ্ধব? শুক্রবার ইন্ডিয়া বিজনেস লি়ডার অ্যাওয়ার্ড (IBLA) অনুষ্ঠানে সেরা রাজ্য হিসেবে পুরস্কৃত হল মহারাষ্ট্র৷ পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন নির্মলা সীতারামন৷ সেই পুরস্কার নিতে এসে প্রথমেই জমিয়ে দেন উদ্ধব৷ বলেন, ‘‘ আমার পরিবারেই দু’তিনটে পুরস্কার যাচ্ছে৷ একে তো আমারই রাজ্য৷ তার ওপর পুরস্কৃত হয়েছেন মুকেশ অম্বানি, করণ জোহর৷ এরা আমার পরিবারেই অবিচ্ছেদ্য অংশ৷ বাইরে থেকে দেখে মনে হতে পারে ম্যাচ গড়াপেটা হয়েছে৷ গড়াপেটা হয়নি, তবে ম্যাচ হয়েছে৷’’

এর পরেই তিনি নিশানা করেন নির্মলাকে৷ বলেন, ‘‘আমি বাজেট নিয়ে কিছু জানতাম না৷ চেষ্টা করেছিলাম শেখার৷ তবে শিখতেই শিখতেই আপনার পরবর্তী বাজেট বক্তৃতা চলে আসে৷ কিন্তু বাজেট নিয়ে নানা জায়গায় মতামত দিতে হয়৷ এখন তাই বাজেট পেশ হওয়ার একদিন আগেই আমার মতামত জানিয়ে দিই৷ ’’

তাঁর কথায়, ‘‘কেউ যদি জিজ্ঞেস করেন, নির্মলা সীতারামনের বাজেট নিয়ে আপনার কী মত আমি চোখ বুজে বলে দিই এই বাজেটে কিছুই নে্ই৷ গরীব আরও গরীব হবে, বড়লোক আরও বড়লোক হবে৷ মধ্যবিত্ত কিছুই পাবে না৷ জিডিপি নামতেই থাকবে৷ ’’

প্রসঙ্গত শুক্রবারই দেখা গিয়েছে জিডিপি নামতে নামতে সাত বছরের সর্বনিম্ন জায়গায় দাঁড়িয়েছে৷ রাজনৈতিক মহলের অনুমান, হাসিমুখে দেশের অর্থনৈতিক অবস্থা এবং অন্তসারশূন্য বাজেটের জন্যেই নির্মলাকে বিঁধলেন উদ্ধব৷

তাঁর রসিকতায় হাততালিতে ফেটে পড়ে দর্শকরা৷ হাততালি দিতে দেখা যায় মুকেশ অম্বানিকেও৷

ঢিল মারলে পাটকেল খেতে হয়৷ এ কথা বিলক্ষণ জানেন উদ্ধব৷ তাই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আত্মসমালোচনার সুরে তিনি বলেন,‘‘সামনেই রাজ্য বাজেট৷ সেই প্রসঙ্গেও টিপ্পনি কাটেন উদ্ভব৷ বলেন, জানি আমার বাজেট নিয়েও অন্যেরা এমনই মত দেবে৷ আমি বুঝতে পারছি না আগে বাজেট পড়ব না মতামত দেব৷’’