খিদের জ্বালা বড় জ্বালা, খাবারের জন্য ছাগলের কীর্তিতে মজে নেটিজেনরা, তুমুল গতিতে ভিডিও ভাইরাল

#নয়াদিল্লি : ‘খিদের জ্বালা বড় জ্বালা’- কিংবা ‘পেট তোর জন্য মাথা হেঁট’ – এই সব বহু প্রচলিত কথন রয়েছে ৷ যেখানে এটাই বোঝানো হয় যে খিদে কত মারাত্মক জিনিস৷ পেটের খিদে মেটাতে শুধু মানুষই নয় সব প্রাণীকূলই একইরকম মরিয়া হয় ৷ এরই জন্যে কত কী যে ঘটে যায় তারই সাক্ষ্য এই ভাইরাল ভিডিও ৷ যদিও এই ভিডিও একেবারে সাম্প্রতিক ভিডিও নয়, কিন্তু নেটিজেনরা এই ভিডিওকে এই মুহূর্তে দারুণ পছন্দ করছেন ৷

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি চারণ ক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন গৃহপালিত পশুরা রয়েছে ৷ সেখানেই একটি ছাগল একটি মোষের পাশে দাঁড়িয়ে ছিল ৷ ক্ষুধার্ত ওই ছাগলটি খাবার পাওয়ার জন্য মরিয়া হয়ে নিয়ে নিল এক মারাত্মক পদক্ষেপ৷ খোটায় বাঁধা মোষের পিঠে সে সটান উঠে পড়ে আর সেখান থেক উঁচু পাতা ভর্তি গাছের ডালকে একেবারে নাগালের মধ্যে পেয়ে যায় ৷ গোবলয়ের চলিত একটি শব্দ রয়েছে ‘জুগাড়’ -এই ছাগলের কীর্তিটি সেই ‘জুগাড়’-র তালিকার একেবারে ওপরের দিকে থাকবে নিশ্চিতভাবে ৷ কারণ ছাগলটি যদি বুদ্ধি না ব্যবহার করত তাহলে মাটি থেকে গাছের ওই কচি পাতাগুলি কখনই সে খেতে পারত না ৷

 

সম্প্রতি এই ভাইরাল ভিডিওটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছেন আইএফএস অফিসার সুধা রমন৷ নিজের ট্যুইটারে অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করার পর যেমন নেটিজেনরা কমেন্ট করেছেন, ঠিক তেমনিই এই ভিডিওটি প্রচুর শেয়ারও হয়েছে ৷

তবে এখানে ছাগলটি যে আর পাঁচটি ছাগলের থেকে আলাদা সেটাও কিন্তু খুব ভালোভাবে প্রমাণ হয়েছে ৷ আর সেটা -র জন্য সে আরও একটি প্রাচীন প্রবাদকে সত্যি প্রমাণ করছে-সেটি হল -‘বুদ্ধির্যস্য বলং তস্য’ ৷ অর্থাৎ ূবাংলায় যার অর্থ বুদ্ধি যার বল তার , আর এখনকার জমানার ভাষায় ছাগলটি একটি স্মার্ট ছাগল !