‘সব ক্রিকেটারকেই একদিন এই সফর শেষ করতে হয়, তবু…’ ধোনির অবসর ঘোষণায় ইমোশনাল পোস্ট কোহলির

#মুম্বই: সমস্ত জল্পনায় ইতি ঘটিয়ে আচমকাই শেষ হয়ে গেল ক্রিকেটের আরও এক অধ্যায় ৷ আন্তর্জাতিক ক্রিকেটের ২২ গজে নীল জার্সি গায়ে আর দেখা মিলবে না তাঁর ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি। পনেরো বছরের বর্ণময় ক্রিকেট জীবনের ইতি পড়ল ১৫ অগাস্টের সন্ধ্যায়। একদম চিরকালীন ধোনির হেলিকপ্টার শট স্টাইলে ৷

ক্যাপ্টেন কুলের আচমকা অবসর ঘোষণায় আবেগপ্রবণ কোহলি সোশ্যাল মিডিয়ায় উজাড় করে দিলেন তাঁর হৃদয় ৷ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের ব্যাটন তাঁর হাতে তুলে দিয়েছিলেন যে সতীর্থ, তাঁর বিদায়ে মন খারাপ বিরাটের ৷ কোহলি-ধোনি এই অসামান্য জুটির ক্যামেরাবন্দি একের পর এক মুহূর্ত শেয়ার করে ভারতীয় অধিনায়ক তাঁর ক্যাপ্টেন কুল-এর জন্য লিখলেন, ‘সব ক্রিকেটারকেই একদিন না একদিন সফর শেষ করতেই হয়, তবু এত কাছ থেকে যাকে দেখেছি, সে যখন এই সিদ্ধান্ত ঘোষণা করে তখন তো আরও বেশি মন খারাপ হয় ৷’

ধোনি কোহলির সম্পর্ক শুধু ক্রিকেটের ২২ গজ বা ড্রেসিংরুমেই আবদ্ধ নয়, একের অপরের ড্রয়িংরুমেও খেলার ফাঁকে ঢুকে পড়েছে সেই বন্ধুত্ব ৷ কোহলির লেখা নোটেও উঠে এল তার ঝলক ৷ ‘তুমি দেশের জন্য যা করেছ তা সারাজীবন মানুষের মনে থেকে যাবে, তোমার কাছে থেকে যে পারস্পরিক সম্মান ও ভালবাসা আমি পেয়েছি তা সারাজীবন আমার হৃদয়ে রয়ে যাবে ৷ বিশ্ব তোমার কীর্তি দেখেছে আমি দেখেছি তোমায় ৷ আমি সেই মানুষটাকে দেখেছি ৷ ধন্যবাদ তোমাকে অধিনায়ক ৷ আমি তোমার সামনে ঝুঁকে টুপি খুলে অভিবাদন জানাচ্ছি ৷’ লিখেছেন বিরাট ৷

‘মে পল দো পল কা শায়ের হুঁ… ইনস্টাগ্রামে অমিতাভ বচ্চনের ‘কভি কভি’ সিনেমায় মুকেশের গাওয়া গানটি জুড়ে ৪ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিওতে ২২ গজে ১৫ বছরের ক্রিকেট জীবনের ফ্ল্যাশব্যাক পোস্ট করেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা সফল অধিনায়ক ৷ ক্যাপশনে ধোনি লেখেন, ‘সবাইকে এত ভালবাসা এবং সবসময়ের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ ৷ আজ রাত ৭ টা ২৯ মিনিট থেকে আমাকে অবসর প্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিতে পারেন।’ অবসর প্রসঙ্গে এইটুকুই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। গোটা বিশ্বের ভারতীয় ক্রিকেট ফ্যানদের কাঁদিয়ে দেওয়ার জন্য এই বার্তাই যথেষ্ট ৷ সতীর্থদের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া উপছে পড়ে সমস্ত অগ্রজ ক্রিকেট লেজেন্ডদের বিদায়ী অভিবাদনে ৷

 

View this post on Instagram

 

Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired

A post shared by M S Dhoni (@mahi7781) on

এ দিন তাঁকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন সচিন তেন্ডুলকরও। অকপট লিটল মাস্টার লেখেন, “২০১১ সালে তোমার নেতৃত্বে বিশ্বকাপ জয় আমার জীবনের সেরা মুহূর্ত।” ধোনি ও তাঁর পরিবারকে শুভেচ্ছাও জানান সচিন।