বলিউডে ফের ধাক্কা ! প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাত

#হায়দরাবাদ: ২০২০ সালটা যেন শুধুই খারাপ খবরের ৷ ফের বড় ধাক্কা বলিউডে ৷ প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাত ৷ ‘দৃশ্যম’, ‘মুম্বই মেরি জান’-এর মতো বেশ কয়েকটি হিট ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন ৷ গত কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ৷ ভর্তি ছিলেন হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ৷ সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী ‘সিরোসিস অফ লিভার’ সমস্যায় ভুগছিলেন তিনি ৷ সোমবার বিকেল ৪টে ২৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিশিকান্ত ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর ৷


চিকিৎসকরা অনেক চেষ্টা করেও এদিন বাঁচাতে পারেননি পরিচালককে ৷ সোমবার সকালেই তাঁর মৃত্যুর ভুল খবর ছড়িয়ে পরে সর্বত্র ৷ পরে অবশ্য জানা যায়, সেই খবর সঠিক নয় ৷ নিশিকান্তকে ভেন্টিলেশনে রাখা হয়েছে ৷ তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল সেইসময় ৷ শেষপর্যন্ত এদিন বিকেল ৫টা নাগাদ হায়দরাবাদের এআইজি হাসপাতালের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে নিশিকান্তের মৃত্যুর খবর জানানো হয় ৷

ইরফান খান অভিনীত ‘মাদারি’ ছবির পরিচালকও তিনি ৷ এর পাশাপাশি জন আব্রাহামের সঙ্গে ‘ফোর্স’, ‘রকি হ্যান্ডসম’-এর মতো ছবিতে কাজ করেছেন নিশিকান্ত ৷ হায়দরাবাদের গাচিবউলির একটি বেসরকারি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ারে ভর্তি ছিলেন তিনি ৷ জন্ডিসও হয়েছিল নিশিকান্তের বলে জানা গিয়েছে ৷

মারাঠি ছবি ডম্বিভালি ফাস্টের সঙ্গে ২০০৫ সালে পরিচালক হিসাবে কাজ করা শুরু করেন নিশিকান্ত। প্রথম ছবিতে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি এসেছিল জাতীয় স্বীকৃতি। ২০০৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা মারাঠি ছবির পুুরস্কার পেয়েছিল এই ছবি।

প্রায় এক দশক পর নিশিকান্ত কামাত জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তাঁর মালায়লম ছবির হিন্দি রিমেক ‘দৃশ্যম’ -এর জন্য। পরিচালকের পাশাপাশি একজন সুদক্ষ অভিনেতা নিশিকান্ত কামাত। ‘সাচেত আচ ঘারাত’, ‘রকি হ্যান্ডসম’, ‘ভাবেশ জোশি সুপারহিরো’, ‘ফুগে’ এবং জুলি-২’তে অভিনয় করেছেন নিশিকান্ত কামাত।