‘ভগবান আমাদের সঙ্গে আছে’, রিয়ার গ্রেফতার হতেই ট্যুইট সুশান্তের দিদির

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নয়া মোড় ৷ কদিন ধরেই যে জল্পনা চলছিল তাই সত্যি হল ৷ একটানা তিনদিন জেরার পর গ্রেফতার রিয়া চক্রবর্তী ৷ মাদক যোগের কারণে সুশান্ত সিং রাজপুতের বান্ধবীকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। রিয়ার গ্রেফতারির খবর আসতেই ট্যুইটারে সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তির ট্যুইট- ‘ভগবান আমাদের সঙ্গেই আছেন ৷’

উল্লেখ্য, সোমবারই জেরা শেষে বেরিয়েই বান্দ্রা পুলিশ স্টেশনে গিয়ে পাল্টা অভিনেতার দুই বোনের নামে অভিযোগ করেন ‘জলেবি’ গার্ল ৷ রিয়ার অভিযোগ, সুশান্তের দিদি প্রিয়াঙ্কা, মিতুই অভিনেতার মৃত্যুর জন্য দায়ী ৷ তারাই জাল প্রেসক্রিপশন দিয়ে ভুল ওষুধ খাইয়েছেন সুশান্তকে ৷ সিবিআই রিয়ার অভিযোগের তদন্ত করবে বলে জানা গিয়েছে । রিয়ার গ্রেফতারির খবর আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে টুইট শুরু করেন সুশান্ত সিং রাজপুতের পরিবারের সদস্যরা। সত্যমেব জয়তে বলে ট্যুইট করতে শুরু করেন সুশান্তের ভক্তরাও।

সূত্রের খবর, জেরায় ভেঙে পড়ে রিয়া তাঁর দোষ স্বীকার করেছেন ৷ প্রথম থেকে তিনি দাবি করে আসছিলেন সুশান্ত মাদক নিতেন। কিন্তু তাঁর কোনও যোগ নেই মাদকচক্রের সঙ্গে। তবে আজ এনসিবির জেরার মুখে পড়ে রিয়া জানান তিনিও মাদক সেবন করতেন নিয়মিত। গ্রেফতারির পর রিয়ার মেডিকেল টেস্ট করানো হবে। যার জন্য রিয়ার রক্ত এবং চুলের নমুনা সংগ্রহ করা হবে ৷ পরীক্ষা করে দেখা হবে তিনি মাদক সেবন করেন কিনা ৷ একইসঙ্গে করোনা টেস্টও হবে তাঁর ৷ গ্রেফতার হওয়ার পর কেঁদে ফেলেন তিনি।

এই নিয়ে সুশান্ত মৃত্যু রহস্যে মাদক যোগের তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করল NCB ৷ এর আগে মাদক চক্রে যুক্ত থাকার অভিযোগে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী ও সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকেও গ্রেফতার করেছে পুলিশ ৷ গ্রেফতার হয়েছেন সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তও ৷