সৌরভের সুস্থতা কামনা মমতার, পরিবারের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

#কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে বিসিসিআই প্রেসিডেন্টের পরিবারের পাশেও থাকার বার্তা দিয়েছেন তিনি৷ সৌরভের অসুস্থতার খবর পেয়েই এই ট্যুইট করেন মমতা৷

ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি শুনে দুঃখিত৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করি৷ আমি সৌরভ ও তাঁর পরিবারের জন্য প্রার্থনা করছি৷’

এ দিনই সকালে বাড়িতেই আচমকা মাথা ঘুরে পড়ে যান সৌরভ৷ বুকে ব্যথা অনুভব করেন তিনি৷ পারিবারিক চিকিৎসকের পরামর্শে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷

সৌরভের অসুস্থার খবর পাওয়ার পরই তাঁর শারীরিক অবস্থার খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ প্রথমে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং পরে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন করে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ প্রয়োজনে সৌরভকে দিল্লি নিয়ে গিয়ে এইমস-এ রেখে চিকিৎসা করারও প্রস্তাব দিয়েছেন তিনি, সূত্রের খবর এমনই৷

শুধু অমিত শাহ বা মমতা বন্দ্যোপাধ্যায় নন, সৌরভের অসুস্থতার খবর পাওয়ার পর অনেকেই ট্যুইট করে তাঁর আরোগ্য প্রার্থনা করেছেন৷ সেই তালিকায় রয়েছেন প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে অন্যান্য নামী ব্যক্তিত্বরা৷