টিম ইন্ডিয়ার জন্য ট্যুইট সুনামি, সৌরভ বললেন এই তিন ক্রিকেটারকে দরকার টিমে

#সিডনি: চোট-আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়া যেন মিনি হাসপাতালে পরিণত হয়েছে৷ তবুও কষ্ট, যন্ত্রণাকে ভুলে গিয়ে মাটি কামড়ে দলের ব্যাটসম্যানরা লড়াই করলেন৷ ক্রিকেটাররা দাঁতে দাঁত চেপে বুক চিতিয়ে লড়লেন৷ যার নিটফল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ড্র করল অজিঙ্কা রাহানের ভারত৷

ঋষভ পন্থের ৯৭ রানের সঙ্গেই হনুমা বিহারী ও রবিচন্দ্র অশ্বিনের ৬২ রানের পার্টনারশিপ ইতিহাসে লেখা থাকবে৷ ভারতের এই জয়ের পর ট্যুইটারে শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যাচ্ছে৷ বর্তমান থেকে প্রাক্তন, দেশ থেকে বিদেশের ক্রিকেটাররা স্যালুট করেছেন ভারতীয় দলের এই ‘ফাইটিং স্পিরিটি’কে৷

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ট্যুইট করে জানিয়ে দিলেন ভারতীয় দলে চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ ও আর অশ্বিনের প্রয়োজন কতটা৷ তিনি লিখলেন, “দলে পূজারা, পন্থ এবং অশ্বিনের গুরুত্ব কত’টা আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে কোয়ালিটি বোলারদের বিরুদ্ধে খেলা মানেই সবসময় চালিয়ে খেলা নয়৷ ৪০০ উইকেট এমনি আসেনি৷ দারুণ লড়ল ভারত৷ সময় এসেছে সিরিজ জয়ের৷”

ভারতের এই ড্র জয়ের থেকে কোনও অংশে কম নয়৷ স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন রাহানের ট্যুইট ধরেই বলা যায়, “ভেঙেচুরে, ক্ষত-বিক্ষত হয়েও চারিত্রিক দৃড়তা দেখিয়েছে দল৷”