সাত বছরে প্রথম উইকেট শ্রীসন্থের, ট্যুইটারে লিখলেন সবে শুরু

#মুম্বই: সৈয়দ মুস্তাক আলি ট্রফির হাত ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন এস শ্রীসন্থ৷ ভারতের প্রাক্তন পেসার সোমবার কেরলের জার্সিতে পদুচেরির হয়ে খেললেন মুম্বইয়ের ওয়াংখেড়েতে৷

নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন ‘বিতর্কিত’ পেসার৷ বিপক্ষের ব্যাটসম্যান ফাবিদ আহমেদের উইকেট ছিটকে দিয়ে উদযাপনে মাতলেন শ্রীসন্থ৷ সাত বছরে এই প্রথম উইকেট পেলেন শ্রী৷ মাঠে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না৷ সতীর্থদের মাঝেই বিহ্বল হয়ে পড়েছিলেন ৩৭ বছরের কেরলের পেসার৷

 

মঙ্গলবার নিজের উইকেট নেওয়ার ভিডিও ট্যুইটারে শেয়ার করে শ্রীসন্থ লিখলেন, “এই সমর্থনের জন্য সকলকে অনেক ধন্যবাদ৷ সবে শুরু৷ আপনাদের শুভেচ্ছা ও প্রার্থনা থাকলে আমি আরও অনেক দূর যাব৷ আপনাকে ও আপনার পরিবারকে অনেক সম্মান৷”

সঞ্জু স্যামসনের কেরল এই ম্যাচে ৬ উইকেটে হারায় পদুচেরিকে৷ ২০ ওভারের জাতীয় টি-২০ টুর্নামেন্টে পদুচেরি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল৷ নির্ধারিত ওভারে ১৩৮ রান তোলে তারা৷ জবাবে চার উইকেট হারিয়ে ১৮.২ ওভারেই ম্যাচ বার করে আনে কেরল৷

মহেন্দ্র সিং ধোনির টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন শ্রীসন্থ৷ ২০০৩ সালে আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিনি আজীবন নির্বাসিত হন৷ পরে তাঁর শাস্তি কমিয়ে সাত বছর করে বিসিসিআই৷ গত বছর সেপ্টেম্বরেই তাঁর নির্বাসন উঠে যায়৷ শ্রীসন্থকে দেখে মনে হয়নি যে, তিনি এতদিন খেলার বাইরে ছিলেন৷ চেনা ছন্দেই দেখা গেল তাঁকে৷ চার ওভার বল করে ২৯ রান দিয়ে এক উইকেট তুলে নেন তিনি৷