মোরগ-কুকুরের ধুন্ধুমার! ভিডিও শেয়ার করে জীবনের পাঠ দিলেন আইএএস অফিসার

#রায়পুর: এক গ্রামের বাড়ির উঠোনে মোরগের সঙ্গে ধুন্ধুমার লড়াই করছে একটি নেড়ি কুকুর! মোরগ বনাম কুকুরের ডুয়েল দেখলে চোখ কপালে উঠবে৷ মোরগটি শুধু কুকুরের সঙ্গে লড়াই করল না, তাকে রীতিমতো ধাওয়া করে শেষ পর্যন্ত এলাকা ছাড়া করল৷ মোরগের সাহস ছিল দেখার মতো৷

বহুদিন আগে ভাইরাল হওয়া এই ভিডিও শেয়ার করলেন আইএএস অফিসার আওয়ানিশ শরন৷ ছত্তিশগড়ের কবিরধাম জেলার কালেক্টর এই ভিডিও-র সঙ্গেই দিলেন জীবনের পাঠ৷ তিনি লিখলেন, “শুধু নিজের ওপর আত্মবিশ্বাস আর ধৈর্য্য রাখলেই খেলা যে কোনও সময় বদলে যেতে পারে৷”

২০০৯ ব্যাচের এই আইএএস অফিসার আওয়ানিশ এর আগেও খবরে এসেছেন৷ পরীক্ষায় ব্যর্থতা থেকে আত্মহত্যার পথে চালিত হওয়ার থেকে পড়ুয়াদের রুখতে নিজের জীবনের গল্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি৷ শরন নিজের বোর্ড পরীক্ষার রেজাল্ট সকলের সঙ্গে শেয়ার করেছিলেন৷ সেখানে দেখা যায় যে, তিনি একজন সাধারণ মানের ছাত্রই ছিলেন৷ কিন্তু ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়েই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের মতো দেশের অন্যতম কঠিন পরীক্ষায় তিনি সফল ভাবে উত্তীর্ণ হন৷ তিনি এই বার্তাই দিয়েছিলেন যে, জীবনের কোনও পরীক্ষায় ব্যর্থ হওয়া মানেই সব শেষ নয়৷ এখান থেকেই সাফল্যের নতুন দিক খুলে যায় বলেই তাঁর মত৷

শরন শিক্ষা ও শিশুদের নিয়ে বরাবরই অন্যরকম ভাবনা চিন্তা করেন। নিজে আইএএস অফিসার হয়েও তাঁর মেয়েকে সরকারি স্কুলে ভর্তি করেছিলেন। তাই নয়, ২ বছরের মেয়েকে প্রথমে তিনি পাঠান অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই। তারপর সেখান থেকে তাকে ভর্তি করান সরকারি প্রাইমারি স্কুলে। এমনকী মেয়ের সঙ্গে মিড-ডে মিল খাওয়ার ছবিও শেয়ার করেছিলেন ফেসবুকে৷ শরনের এই কাণ্ড দেখে সকলেই তাঁকে কুর্নিশ জানিয়েছিলেন৷ এটা বলাই যায় যে, শরন এক অন্য ঘরানার আমলা৷