‘বিদেশের পিচ নিয়ে আমাদের কথা কেউ ভাবে না, আমরা কেন অন্যদের জন্য ভাবব?’

#আহমেদাবাদ: আর কয়েকদিন পরেই আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ভারত-ইংল্যান্ড (India vs England) চলতি টেস্টের তৃতীয় ও দিন-রাতের টেস্ট৷ কিন্তু এখনও চেন্নাইয়ের পিচ বিতর্ক যেন পিছু ছাড়ছে না৷ চেন্নাইয়ের পিচে খেলতে গিয়ে জো রুট (Joe Root) অ্যান্ড কোং নাকানিচোবানি খেয়েছিল৷ চিপকের ঘূর্ণী পিচে রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল ব্রিটিশ ব্রিগেড৷ ইংল্যান্ড পেসার জোফ্রা আর্চার তো বলেই ফেলেন যে, তিনি এত খারাপ পিচ দেখেননি কখনও৷ যদিও পিচ ইস্যুতে ক্রিকেটার ও বিশেষজ্ঞরা দু’ভাগে বিভক্ত৷ একদল যেমন নিন্দা করেছে, তেমনই আরেক দল বলেছে যে, এই পিচেই তো ভারত দাপট দেখিয়েছে!

রবিবার আহমেদাবাদে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)৷ স্টেইট ব্যাটে খেলেই হিটম্যান পিচ বিতর্ক মাঠের বাইরে পাঠালেন৷ রোহিত শর্মা সাফ জানিয়ে দিলেন সব দল হোম অ্যাডভান্টেজ নেয়, তাহলে ভারতের নিতে কোথায় অসুবিধা৷ যাঁরা ঘূর্ণী পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁদেরও এদিন মুখ বন্ধ করে দিলেন টিম ইন্ডিয়ার স্টার ওপেনার৷

রোহিত এদিন মিডিয়াকে বলেন, “আচ্ছা দু’টো টিমই তো এক পিচে খেলে৷ তাহলে আমি বুঝি না এই পিচ নিয়ে কেন এত বিতর্ক হয়! মানুষ এটা নিয়ে কথা বলতেই থাকে৷ কিন্তু ঘটনা হচ্ছে এভাবেই ভারত পিচ তৈরি হয়ে আসছে দীর্ঘদিন ধরে৷ আমার মনে হয় না কোনও কিছু বদলাবে৷ সবাই হোম অ্যাডভান্টেজ নেয়৷ আমরা যখন বিদেশে খেলতে চাই, তখন কেউ ওখানকার পিচ নিয়ে আমাদের কথা ভাবে না৷ তাহলে আমরা কেন অন্যদের জন্য ভাবতে যাব?”

রোহিত আরও বলেন, “দলের পছন্দের কথা ভেবেই আমাদের এগিয়ে যেতে হবে৷ এটাই হোম অ্যাডভান্টেজের মানে৷ তাহলে আইসিসি-র উচিত সকলের জন্য অভিন্ন নিয়ম করা উচিত৷ যা ভারতে ও ভারতের বাইরের পিচের জন্য একই থাকবে৷ আমরা যখন বিদেশে যাই, লোকে আমাদের জীবন দুর্বিসহ করে তোলে৷ আমরা মনে হয় না আদৌ পিচ নিয়ে কোনও বিতর্ক হওয়া উচিত৷ বিতর্ক একমাত্র প্লেয়ার আর তাদের পারফরম্যান্স নিয়ে হওয়া উচিত৷ কীভাবে তারা ব্যাট বা বল করছে৷ পিচ নিয়ে বিতর্ক বাঁধাবেন না৷ দু’টো টিম এক পিচেই খেলে৷ যারা ভাল খেলে তারা জেতে৷”

রোহিত জানালেন যে, ভারতীয় দল পিচ নিয়ে খুব একটা মাথা ঘামায় না৷ পিচ নিয়ে ভাবলে কিছুই বদলাবে না বলেই মত তাঁদের৷ টিম ফোকাস করে খেলার ওপর৷ স্টেপআউট করে খেলতে হবে নাকি সুইপ মারা যাবে? সিমিং পিচ হলে ফরোয়ার্ড ব্যাটে খেলা হবে নাকি অনেক বেশি রক্ষণাত্মক হতে হবে! রোহিত এও জানান স্কিল আর মানসিকতা তাঁদের ঠিক থাকে বলেই সবরকম পিচে মানিয়ে নেন অনায়াসে৷ রোহিত নাম করেই বিপক্ষ দলকে ধুয়ে দিলেন৷ তিনি বলছেন, “চ্যালেঞ্জিং পরিস্থিতিতেই ব্যর্থতা আসবেই, কিন্তু তার মানে এই নয় যে, সেখান থেকে শিখব না৷ আমরা প্রতিকূল পরিস্থিতিতে খেলতে ভালবাসি৷ আমরা যখন বাইরে যাই আমরা পিচ নিয়ে অভিযোগ করি না৷ আমরা যাই, খেলি৷ সবারই সেটা করা উচিত৷ বিশেষজ্ঞদের ক্রিকেট নিয়ে কথা বলা উচিত, পিচ নিয়ে নয়৷”