Pink Ball Test: মোতেরায় পেসাররাই কোহলির বাজি! ইংল্যান্ডকে পাত্তা দিচ্ছে না ইন্ডিয়া

#আহমেদাবাদ: রাত পোহালেই মোতেরায় দিন-রাতের টেস্ট৷ গোলাপি বলে ভারতের অভিজ্ঞতা মাত্র দু’ম্যাচের৷ একটি দেশে ও অন্যটি বিদেশে৷ মোতেরার পিচের চরিত্র ঠিক কেমন হবে তাই নিয়ে চলছে এখন বিস্তর চর্চা৷ কিন্তু এর মধ্যেই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) ইঙ্গিত দিয়ে দিলেন যে, পিচ হতে চলেছে ‘সিমার ফ্রেন্ডলি’৷ অর্থাৎ সুবিধা পাবেন পেসাররা৷ চার ম্যাচের চলতি টেস্ট সিরিজের ফল এখন ১-১৷ মোতেরাতে যে টিম জিতবে, তারা কিছুটা হলেও অ্যাডভান্টেজে থাকবে৷ এ কথা আর বলার অপেক্ষা রাখে না৷ কিন্তু গোলাপি বলে পিচ যে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে এমনটা বলাই যায়৷

মঙ্গলবার প্রাক ম্যাচ ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিরাট বলছেন, ” লাল বলের তুলনায় গোলাপি বলের সুইং করার প্রবণতা অনেক বেশি৷ ২০১৯ সালে প্রথমবার সেটা বুঝতে পেরেছি৷ গোলাপি বলে খেলা অনেক বেশি চ্যালেঞ্জিং সেটা যে কোনও পিচেই৷ বিশেষত সন্ধ্যার দিকে৷ যদি ব্যাটিং টিম হিসাবে কেউ প্রথম ইনিংস ফ্লাড লাইটের আলোয় খেলে, তাহলে তাদের পক্ষে প্রথম এক থেকে দেড় ঘণ্টা খেলা বিরাট চ্যালেঞ্জের৷ নিশ্চিত ভাবে স্পিনের একটা ভূমিকা আছেই৷ কিন্তু নতুন বলে ফাস্ট বোলারদের অগ্রাহ্য করা যাবে না৷ যতক্ষণ বল সুন্দর আর চকচকে থাকবে ততক্ষণ পেসাররা কথা বলবে৷ এ ব্যাপারে আমরা যথেষ্ট অবগত৷ সেভাবেই প্রস্তুতি সেরেছি৷”

অন্যদিকে কোহলি এও জানালেন যে, ইংল্যান্ড নিয়ে আদৌ ভাবিত নয় ইন্ডিয়া৷ জো রুটদের দুর্বলতা ভারত জানে৷ এই প্রসঙ্গে ক্যাপ্টেনের সংযোজন, “আমরা সত্যিই ইংল্যান্ডের শক্তি আর দুর্বলতা নিয়ে ভাবিত নয়৷ আমরা ওদেরকে ওদের ঘরের মাঠেও হারিয়েছি৷ ফলত এই নিয়ে ভাবছিই না৷ আমরা দল হিসাবে খেলব৷ আর ইংল্যান্ডের অনেক দুর্বলতা আছে৷ কেউ সেটা চাইলেই কাজে লাগাতে পারে৷ পিচ যদি পেস সহায়ক হয়, তাহলে ওদের জন্যও খেলা চ্যালেঞ্জিং হবে৷ বিশ্বের অন্যতম সেরা বোলিং অ্যাটাক আমাদের৷ যা হবে বুঝে নেব৷”