India vs England: Pink Ball Test-এ দুই দলের প্রথম একাদশেই এল বদল, দেখে নিন

#আহমেদাবাদ: নতুন করে সেজে ওঠা মোতেরা স্টেডিয়াম৷ বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য প্রহর গোনা শেষ৷ সেখানে পিঙ্ক বল টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল ইংল্যান্ড৷ দেখে নিন টসের মুহূর্তের ভিডিও৷

ভারত বনাম ইংল্যান্ড ( India and England) তৃতীয় টেস্ট ৷ তারওপর সেটি আবার ভারতের মাটিতে আয়োজিত দ্বিতীয় পিঙ্ক বল টেস্ট৷ ভারতীয় দলের উইনিং কম্বিনেশনে এল বদল৷ ভারতীয় দলে দুটি বদল৷

পাশাপাশি ইংল্যান্ড দলেও এল প্রথম একাদশে বদল৷

পিঙ্ক বল টেস্ট ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ একটু বেশিই ৷ তাই এই বিশ্বের বৃহত্তম টেস্ট ঘিরে বাড়তি উন্মাদনা চোখে পড়ার মতোই৷ এখনও অবধি ১৫টি দিন রাতের টেস্ট (day-Night Test) আয়োজিত হয়েছে৷ জেনে নিন তার নানা পরিসংখ্যান৷

১) ইংল্যান্ড এখনও অবধি তিনটি পিঙ্ক বল টেস্ট খেলেছে তার মধ্যে ১ টি জিতেছে আর ২ টি হেরেছে৷

২) বার্মিংহ্যামে ২০১৭ -র অগাস্টে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে প্রথম পিঙ্কবল টেস্ট খেলে তারা ২০৯ রানে জিতেছিল৷

৩) ২০১৭ তে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে এবং ২০১৮ তে অকল্যানেড্ নিউজিল্যান্ডের কাছে তারা হেরেছিল৷

৪) নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংস ও ৪৯ রানে হেরেছিল তারা৷

৫) ভারত ২ টি পিঙ্ক বল টেস্ট খেলেছে৷ বাংলাদেশের বিরুদ্ধে এক ইনিংস ও ৪৯ রানে জিতেছিল টিম ইন্ডিয়া৷

৬) ভারত অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছিল৷

৭) ৮ বার যে দল টসে জিতেছে তারা টেস্ট ম্যাচ জিতেছে৷

৮) দিন রাতের টেস্টে অস্ট্রেলিয়া সফলতম দল তারা নিজেদের ৮টি ম্যাচের ৮ টিই জিতেছে৷

৯) শ্রীলঙ্কা দ্বিতীয় সফলতম দল৷ তারা নিজেদের ৩ টি পিঙ্ক বল টেস্টের ২ টি জিতেছে৷

১০) পিঙ্ক বল টেস্টে এখনও অবধি সর্বোচ্চ রান অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচে ৷ ২০২০ -র নভেম্বরে ৫৮৯/৩ ডিক্লেয়ার দিয়েছিল অস্ট্রেলিয়া৷

১১) আগে ব্যাট করা দল ৮ বার জিতেছে , ৭ বার হেরেছে৷

১২) ভারত নিজেদের একমাত্র যে পিঙ্ক বল টেস্টে জিতেছিল তাতে পরে ব্যাট করেছিল বাংলাদেশের বিরুদ্ধে৷

১৩) স্পিনাররা ১১৫ উইকেট নিয়েছিল পেসাররা ৩৫৪ উইকেট নিয়েছে৷

১৪) পিঙ্ক বল টেস্টে সেরা পরিসংখ্যান মিচেল স্টার্কের ৮ ম্যাচে ৪৬ উইকেট তাঁর দখলে৷

১৫) লিঁও স্পিনারদের মধ্যে সফলতম, তাঁর ঝোলায় ৮ ম্যাচে ২৯ উইকেট৷

১৬) অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার পিঙ্ক বলে সবচেয়ে সফলতম ব্যাটসম্যান৷ তাঁর ৬ ম্যাচে মোট রান ৫৯৬৷

১৭) ইংল্যান্ডের হয়ে পিঙ্ক বলে জো রুট ৩ ম্যাচে ২৬৩ রান করেছেন ও বিরাট কোহলি ২ ম্যাচে ২১৪ রান করেছেন৷

১৮) ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন ১৪ উইকেট ও ভারতের উমেশ যাদব ১১ টি উইকেট নিয়েছেন৷