Ind vs Eng: মোদি স্টেডিয়ামে নেমেই ম্যাজিক শুরু, ভারতীয় বোলারদের দাপট

#আহমেদাবাদ: Pink Ball test এ ভারতীয় বোলারদের পারফরম্যান্স দাগ কাটতে শুরু করেছে৷ মোতেরা বুধবারই নতুন নামে নামাঙ্কিত হয়েছে৷ চেনা নাম সরিয়ে এখন তার নাম প্রধানমন্ত্রীর নামে৷ এদিন স্টেডিয়ামের নাম হয় নরেন্দ্র মোদি স্টেডিয়াম৷ আর সেখানে একেবারে সুপারহিট শুরু ভারতীয় ক্রিকেট দলের ৷

শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান এক ওপেনার ডম সিবলে৷ এরপর জনি বেরেস্তোরও অবদান শূন্য৷ অধিনায়ক জো রুটের সঙ্গে অন্য ওপেনার জাক ক্রলে একটু লড়াই চালাচ্ছিলেন , কিন্তু অশ্বিনের বলে এলবিডাব্লু হয়ে যান ইংল্যান্ড অধিনায়ক৷ জো রুট ৷ তিনি ৩৭ বলে ১৭ রান করে ফিরে যান৷

আর এরপরেই ফিরে যান অর্ধশতরান করা ব্যাটসম্যান জাক ক্রলে ৷ তিনি ৮৪ বলে ৫৩ রান করে শিকার হন৷ তিনি অকসর প্যাটেলের শিকার৷

চা বিরতি অবধি ভারতের হয়ে ইশান্ত শর্মা একটি, অশ্বিন একটি এবং অকসর প্যাটেল ২ টি উইকেট নিয়েছেন৷

এদিকে এর আগে নতুন করে সেজে ওঠা মোতেরা স্টেডিয়াম৷ বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য প্রহর গোনা শেষ৷ সেখানে পিঙ্ক বল টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল ইংল্যান্ড৷ দেখে নিন টসের মুহূর্তের ভিডিও৷

ভারত বনাম ইংল্যান্ড ( India and England) তৃতীয় টেস্ট ৷ তারওপর সেটি আবার ভারতের মাটিতে আয়োজিত দ্বিতীয় পিঙ্ক বল টেস্ট৷ ভারতীয় দলের উইনিং কম্বিনেশনে এল বদল৷ ভারতীয় দলে দুটি বদল৷

পাশাপাশি ইংল্যান্ড দলেও এল প্রথম একাদশে বদল৷

পিঙ্ক বল টেস্ট ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ একটু বেশিই ৷ তাই এই বিশ্বের বৃহত্তম টেস্ট ঘিরে বাড়তি উন্মাদনা চোখে পড়ার মতোই৷ এখনও অবধি ১৫টি দিন রাতের টেস্ট (day-Night Test) আয়োজিত হয়েছে৷ জেনে নিন তার নানা পরিসংখ্যান৷