Ind vs Eng: মেগা ম্যাচে দুই দলের প্রথম একাদশেই এল বদল, দেখে নিন কারা এলেন

#পুণে: দ্বিতীয় একদিনের কুলদীপ আটটি ছক্কা হজম করেছিলেন যা যে কোনও ভারতীয় বোলারের থেকে বেশি৷ দ্বিতীয় ম্যাচে ৮৪ আর প্রথম দিনের ৬৪ রান হজম করতে হয়েছিল৷ এরই খেসারত -প্রথম একাদশ থেকে নাম কাটা গেল তাঁর৷ বদলে দলে এলেন টি নটরাজন৷

এই ম্যাচ জিতলে তবেই সিরিজ পকেটে! তাহলে ইংল্যান্ডকে তিন ধরণের ক্রিকেটেই সিরিজে হারানোর সুবর্ণ সুযোগ৷ এই মহাগুরুত্বপূর্ণ  ভারত বনাম ইংল্যান্ড  (Ind vs Eng) তৃতীয় একদিনের  (3rd ODI) ম্যাচের আগে সিরিজে দারুণ উত্তেজনাপূর্ণ জায়গায় দাঁড়িয়ে৷ রবিবাসরীয় ম্যাচে টসে জিতে  বোলিংয়ের  সিদ্ধান্ত নিল  ইংল্যান্ড৷

পুণেতে আয়োজিত প্রথম একদিনের ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া আর দ্বিতীয় একদিনের ম্যাচে দুরন্ত জয় হাসিল করেছে ইংল্যান্ড৷ এই অবস্থায় দ্বিতীয় ম্যাচের ভুল থেকে শিক্ষাগ্রহণ ম্যাচ জিতে সিরিজ পকেটে পোরার লড়াই বিরাট এন্ড কোংয়ের৷ তাই নতুন রণনীতির সঙ্গে এদিন মাঠে নেমে ম্যাচ জিতে দেশবাসীকে হোলির উপহার দিতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া৷ ব্যাটসম্যান সহায়ক পিচ থাকায় দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ২০ টি ছক্কা -র সাহায্য ৩৩৭ রানের বিশাল লক্ষ্য সহজ করে ফেলে৷ বল হাতে খারাপ ফর্মে ছিলেন কুলদীপ যাদব ও ক্রুণাল পান্ডিয়া৷ তবে পান্ডিয়া বড় ভাই রান করায় তিনি বেঁচে গেলেও কুলদীপ বাদ গেলেন৷

জনি বেয়ারিস্তো ও বেন স্টোকস ভারতীয় স্পিনারদের বলে মনের মতো সব স্ট্রোক খেলছিলেন৷ এঁরা ফর্মে থাকা একদিনের সিরিজ ইংল্যান্ডের পকেটে ঢোকানোর জন্য বড় আশার৷ আর আবার টসে জেতায় মনোমত ফিল্ডিং পেল ইংল্যান্ড৷ কারণ এটাই পুণের এখনও অবধি সেরা ব্যাটিং সহায়ক পিচ ৷ তবে ইংলিশ দলেও একটি পরিবর্তন রয়েছে৷

দুই দলের প্রথম একাদশের পরিবর্তনে কারা ম্যাচ জিতে সিরিজ জিততে পারে এখন তারই প্রতীক্ষার প্রহর গোনা শুরু৷