Messi Neymar: ফুটবল জিতে যায়, মেসি-নেইমারের কোলাকুলিই কি কোপা ফাইনালের সেরা দৃশ্য!

#ব্রাজিল: অবশেষে ‘শাপমোচন’ হল লিওনেল মেসির। দেশের হয়ে কোপা জয়ের উদ্দেশ্যে মাঠে নামা লিওনেল মেসি অবশেষে ধরলেন বহু কাঙ্খিত সেই ট্রফি। ফাইনালে কিছুটা নিষ্প্রভ থাকলেও গোটা টুর্নামেন্টে মেসি নিজের পারফরম্যান্সে ফের একবার মন্ত্রমুগ্ধ করতে সক্ষম হয়েছেন সকলকে। টুর্নামেন্টে চারটি গোল এবং পাঁচটি অ্যাসিস্টের ফলে ওই দুই বিভাগেই অন্যদের ছাপিয়ে গেলেন ‘এলএম১০’। আর ফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজতেই কান্নাভেজা মুখ ঢেকে ফেললেন ফুটবলের রাজপুত্র। এ কান্না আনন্দের, প্রাপ্তির। অনেকেই বলছেন, ম্যাচ শেষের ওই দৃশ্যই কোপা ফাইনালের আসল ফ্রেম!

যদিও নেট পাড়ার অনেক বাসিন্দাই বলছেন, নাহ্, শেষমেশ ফুটবলই জিতিয়ে দেয় সকলকে। আর তা বোঝা গেল, মেসি ও নেইমারের কোলাকুলি করার দৃশ্য। ম্যাচ শেষের বাঁশি বাজতেই কষ্টে কেঁদে ফেলেছিলেন নেইমার। স্বাভাবিক, দেশের মাটিতে ফাইনালে পরাজয় কেই বা নিতে পারে সহজে। যদিও নেইমার সেই হতাশা কাটিয়ে নেন কিছুক্ষণের মধ্যেই।

এরপরই মেসির দিকে এগিয়ে যান নেইমার। ‘বন্ধু’কে দেখে এগিয়ে যান ট্রফিজয়ী মেসিও। শুরু হয় কোলাকুলি। সেই কোলাকুলি এত দীর্ঘ সময় ধরে চলে, অনেকেরই মতে এটাই কোপা ফাইনালের সেরা দৃশ্য। যেখানে নিজের পরাজয়ের থেকে বড় হয়ে ওঠে বন্ধুর প্রাপ্তি। যদিও কারও কারও মতে, ম্যাচ শেষের বাঁশি বাজতেই যেভাবে মেসিকে কোলে তুলে সতীর্থরা আকাশের দিকে ছুঁড়ে দিয়েছিলেন, ভোলা যাবে না সেই দৃশ্যও। অনেকেরই মনে পড়ে গিয়েছিল, ক্রিকেট বিশ্বকাপ জেতার পর সচিন তেন্ডুলকারকে নিয়ে যেভাবে মেতেছিলেন কোহলিরা, সেই দৃশ্যের কথা।

কতশত ফ্রেম, কত হাসি, কত কান্না – সব হিসেবের বাইরে কোপা আমেরিকার ট্রফি হাতে তুললেন লিও মেসি। ম্যাচের ২১ মিনিটে করা ডি মারিয়ার গোল একাধারে যেমন ট্রফি এনে দিল আর্জেন্টিনাকে, তেমনি ‘শাপমোচন’ হল লিও মেসিরও।