মা গো মা! এত্তখানি স্পিন করল বল, Eng vs Pak ম্যাচের Viral Video দেখেননি এখনও

#লন্ডন: এই মুহূর্তে যে সব স্পিনাররা ক্রিকেট দুনিয়ায় দাগ কেটেছেন তাঁর মধ্যে নিশ্চিতভাবেই ইংল্যান্ডের (England) ম্যাট পারকিনসন (Matt Parkinson) রয়েছেন৷  পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজে তাঁর একটি বল ১২.১° টার্ন করল৷ এই বলে তিনি ইমাম উল হক (imam ul haq)  -র উইকেট তুলে নেন৷ ক্রিকভিজ (CricViz ) -র মতে একদিনের ক্রিকেটের ইতিহাসে (the biggest spinning ball to ever take a wicket in ODI history) এটি সবচেয়ে বেশি টার্ন করা বল যাতে একটি উইকেট পড়েছে৷

এর মাস তিনেক আগে ম্যাট একটি কাউন্টি ম্যাচে নর্দানম্পটনশায়ারের অ্যাডম রসিংটনের উইকেট নিয়েছিলেন ল্যাঙ্কাশায়ারের জার্সিতে৷ সেই বলটি করে তিনি শেন ওয়ার্নের বল অফ দ্য সেঞ্চুরিকে সরিয়ে দিয়েছিলেন৷ ২৪ বছরের এই ক্রিকেটার সর্বোচ্চ স্তরে ছিলেন৷

viral video matt parkinson bowls biggest spinning ball in odi history to pakistan's imam ul haq- Photo Courtesy- Twitter
viral video matt parkinson bowls biggest spinning ball in odi history to pakistan’s imam ul haq- Photo Courtesy- Twitter

ইংল্যান্ড শিবিরে কোভিড হানার কারণে এই স্পিনার প্রথম একাদশে জায়গায় কের নেন৷ ২০১৯ সালে তাঁর অভিষেক হলেও তিনি এখনও অনেকটাই আনকোরা৷ পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে দুটি ম্যাচে ৪ উইকেট নিয়ে তিনি নজর কেড়েছেন৷

পাকিস্তানের বিরুদ্ধে নিজের তৃতীয় ওভারে বল করছিলেন তিনি৷ তখন তাঁদের স্কোর ছিল ১ উইকেট ১১৩৷ এজবাস্টনের ফ্ল্যাট উইকেটে বোলারদের বিশেষ কিছু পাওয়ার ছিল না৷ সেখানেই পারকিনসন (Parkinson)বল অফ ডেকেড (ball of the decade) করেন৷ পিচে জমে থাকা ইমাম উল হক তখন ৫৬ রানে ব্যাট করছিলেন৷ তখন এই স্পিনার ফুল ও ওয়াইড ইন প্রায় ৬টি উইকেট গ্যাপে বল পিচ করিয়ে এমন ঘোরান যে ইমাম ভাবেন এই বল বাউন্ডারি পার করবেন৷ কিন্তু সেকেন্ডের কম গ্যাপে সকলকে চমকে দেয় ইনসাইড এজে বিট করে সাফল্য পান তিনি৷ দেখে নিন সেই অদ্ভুত বল৷

ইমাম নিজ বিশ্বাস করতে পারছিলেন যে বলটি এরকম হতে পারে৷ তবে শুধু ব্যাটসম্যানই নয় যাঁরা এই বল দেখেছেন তাঁদের সকলের কাছেই একইরকম অবিশ্বাস্য এই বল৷