Dhoni-র অভিজ্ঞতাকে কাজে লাগাতেই তাঁকে মেন্টর করা , সাফ কথা BCCI প্রেসিডেন্ট Sourav-র

#মুম্বই : বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (BCCI President Sourav Ganguly ) বৃহস্পতিবার রাখঢাক না করেই জানিয়ে দিলেন ভারতীয় দলে মেন্টর হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) রাখা হয়েছে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য৷ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে (T20 World Cup) প্রথমবার ধোনির অধিনায়কত্বেই জিতেছিল টিম ইন্ডিয়া৷ তাঁর বিশাল অভিজ্ঞতাকে সরাসরি কাজে লাগাতে চাইছে বোর্ড৷ সামনের মাসেই সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) বিশ্বকাপের আসর বসতে চলেছে৷

বিসিসিআই বুধবার যখন ক্রিকেটের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেন তখন ক্রিকেটারদের নামের আগ্রহকেও ছাপিয়ে যায় ধোনিকে (MS Dhoni) মেন্টর করার সিদ্ধান্তে আশ্চর্য হয়ে যান ভারতীয় ক্রিকেট ফ্যানরা৷ ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ৷

বিসিসিআইয়ের একটি ট্যুইটে সৌরভ জানিয়েছেন, “Dhoni’s addition to the side is a way to use his experience for the T20 WC. I also thank Dhoni for accepting BCCI’s offer to help the team for this tournament,”  – অর্থাৎ ‘‘ধোনি- অন্তর্ভুক্তি করা হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অভিজ্ঞতা বৃদ্ধির জন্য৷ আমি ধোনিকেও ধন্যবাদ জানাই বিসিসিআইয়ের অফার গ্রহণ করার জন্য এই টুর্নামেন্টে৷ ’’

এমএস ধোনি ভারতীয় দলকে দুটি বিশ্বকাপ জয়ী দলের নেতৃত্ব দিয়েছেন৷ ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) দক্ষিণ আফ্রিকাতে জিতেছিল মহেন্দ্র সিং ধোনির দল৷  ভারতে আয়োজিত ২০১১ ক্রিকেট বিশ্বকাপ (2011 ODI World Cup )  জিতেছিল ধোনির ভারত৷ এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক হিসেবে আইপিএলের (IPL) জন্য৷ ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে এবারের আইপিএলের দ্বিতীয় পর্ব৷