Shaheen Afridi: ‘ভারতকে বিশ্বকাপে হারানোর মতো গর্বের কিছু হয় না…’, বললেন ম্যাচের সেরা শাহিন আফ্রিদি

দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার হার হজম ভারতের (India vs Pakistan) ৷ আর তাও ১০ উইকেটে লজ্জার হার ৷ বিরাটদের হারের ময়নাতদন্ত করতে বসলে শুরুতেই বলতে হবে, ম্যাচের প্রথম ৬ ওভারেই ভারতের ভিতকে নড়িয়ে দিয়েছিল পাকিস্তান ৷ আর সেই কাজটা করেছিলেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) ৷

বাঁ হাতি পাক পেসার রবিবার তিনটি উইকেট নিয়েছেন ৷ সেগুলি হল, রোহিত শর্মা, কে এল রাহুল এবং বিরাট কোহলির উইকেট ৷ ম্যাচ সেরার পুরস্কার কার পাওয়া উচিৎ, সে ব্যাপারে কোনও সন্দেহ থাকার তাই কথাও নয় ৷ ভারতের সেরা তিন ব্যাটসম্যানকে প্যাভিলিয়ানে ফিরিয়ে দলকে জেতানোর অর্ধেক কাজ শুরুতেই করে রেখেছিলেন শাহিন আফ্রিদি ৷

আরও পড়ুন– ‘আপনি কি বিতর্ক চাইছেন…?’ সাংবাদিকের কোন প্রশ্নে মেজাজ হারালেন কোহলি ?

ম্যাচ শেষে শাহিন ট্যুইট করে বলেছেন, ‘‘ ম্যান অফ দ্য ম্যাচ হওয়া সম্ভব হত না পাক সমর্থকদের এবং আমার পরিবারের অসাধারণ সাপোর্ট ছাড়া ৷ বিশেষ করে আমার মা, বাবা এবং ভাইদের সমর্থন এবং প্রার্থনার জন্যই এটা সম্ভব হয়েছে ৷ ’’

ম্যাচের পর শাহিন শাহ আফ্রিদি বললেন, “এই প্রথম বার আমরা ভারতকে বিশ্বকাপে হারালাম। এর থেকে গর্বের কিছু হয় না। আমরা জানতাম যে শুরুর দিকে উইকেট পেলে খুব ভাল হবে। সেটাই হয়েছে। যতটা বেশি সম্ভব এই উইকেট থেকে সুইং পেতে চেয়েছিলাম। এই পিচে পরপর উইকেট তোলা অনেক সময়েই সম্ভব হয় না। কিন্তু আমি সেটাই করতে চেয়েছি। নিজের ১০০ শতাংশ উজাড় করে দিয়েছি ম্যাচে। আশা করব বাকি টুর্নামেন্টেও এই ছন্দ ধরে রাখতে পারব আমরা। ফাইনালে ওঠাই এখন আমাদের লক্ষ্য।”