Shakib Al Hasan: হ্যামস্ট্রিংয়ে চোট, টি২০ বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন সাকিব !

#দুবাই: চলতি টি২০ বিশ্বকাপে বাংলাদেশের (Bangladesh) জন্য আরও একটি দুঃসংবাদ ৷ দলের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানকে (Shakib Al Hasan) আর বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে পাওয়া যাবে না ৷ হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি (Shakib Al Hasan ruled out of T20 World Cup) ৷

যোগ্যতা অর্জন পর্বে ভালো খেললেও মূলপর্বে এখনও পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্স অত্যন্ত খারাপ ৷ এখনও পর্যন্ত কোনও ম্যাচই জিততে পারেনি তারা ৷ তার মধ্যেই এই দুঃসংবাদ ৷

গ্রুপ-এ থেকে সেমিফাইনালে যাওয়ার আশা আর প্রায় নেই বললেই চলে বাংলাদেশের ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত ম্যাচে হেরে আরোই খারাপ অবস্থা বাংলাদেশের ৷ এই অবস্থায় সাকিবের ছিটকে যাওয়াটা অত্যন্ত খারাপ খবর বাংলাদেশের জন্য ৷

এ বারের বিশ্বকাপে একটি রেকর্ড গড়েছেন সাকিব। টি২০ বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন তাঁর দখলে। টপকে গিয়েছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে।