Ind vs WI: ইডেনে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জোর টক্কর, ৮ রানে ম্যাচ জিতে সিরিজ ভারতের

#কলকাতা : ইডেন গার্ডেন্সে (Eden Gardens)  জোর লড়াই হল ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) দ্বিতীয় টি টোয়েন্টিতে (t20)৷ ম্যাচের পাল্লা একবার ভারতের (Indian Team) দিকে ভারি তো একবার ওয়েস্টইন্ডিজের দিকে ভারি৷ কিন্তু ইডেন গার্ডেন্সে  (Eden Gardens)  বাজি মারল , ভারতীয় বোলার রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেলের মাপা বোলিংয়ে ৮  রানে ম্যাচ জিতে সিরিজ ২-০ জিতে গেল ভারত৷

জয়ের জন্য প্রয়োজন ১৮৭ রান তাড়া করতে নেমে ইডেন গার্ডেন্সে শুরুটা মন্দ করেনি ওয়েস্টইন্ডজ ক্রিকেট দল৷ ওপেনার কেইল মেয়ার্সকে ৯ রানে হারালেও কিং ও পুরান জুটিতে রানের ফুলঝুরি ফোটাতে শুরু করে ওয়েস্টইন্ডিজ৷

ব্র্যান্ডন কিং ৩০ বলে ২২ রানে আউট হন৷ কিন্তু পুরান ও রভমান পাওয়েলর সঙ্গে জুটি বেঁধে একের পর এক চার -ছয় মারতে থাকেন৷ সপ্তম অর্ধশতরান করে নেন নিকোলাস পুরান৷ ভারতের বিরুদ্ধে যা তৃতীয় অর্ধ শতরান৷ পরপর দুটি টি টোয়েন্টিতেই অর্ধ শতরান করে নেন তিনি৷

এদিন রবি বিষ্ণোই প্রথম টি টোয়েন্টি ম্যাচের মত এদিনও নিকোলাস পুরানের ক্যাচ ফেলেন৷

এদিকে শুধু রবি বিষ্ণোই -য় নয় ক্যাচ ফেলেন ভুবনেশ্বর কুমারও৷ এদিকে নিকোলাস পুরানের পাশাপাশি রভমান পাওয়েলও অর্ধশতরান করে নেন৷

তবে রবি বিষ্ণোই ক্যাচ ফেললেও প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও বল হাতে সফল৷ তিনি নিজের প্রথম ওভারের তৃতীয় বলে উইকেট পান৷

প্রথম ম্যাচে রান পাননি বিরাট কোহলি.দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান পেলেন বিরাট কোহলি৷ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ইডেন গার্ডেন্সে ফের ফ্লপ ইশান কিষাণ ৷ ভাল শুরু করলেও বড় স্কোর করতে পারেননি রোহিত শর্মা৷ তবে ভুল করলেন না বিরাট কোহলি৷ তিনি এদিন অর্ধশতরান করেন৷ ৫ উইকেটে ১৮৬ করে ভারত৷

বিরাট কোহলি এদিন অর্ধশতরান করে অবশ্য বেশিক্ষণ টেকেননি৷ তিনি ৪১ বলে ৫২ করে আউট হন৷ তাঁর ইনিংস সাজানো ৭ টি চার ও একটি ছয় দিয়ে৷

এদিকে বিরাট কোহলি ছাড়া দলের স্কোর এগিয়ে দেন ঋষভ পন্থ ও ভেঙ্কটেশ আইয়ার৷ ঋষভ পন্থও অর্ধশতরান করে নেন৷ পাশাপাশি দারুণ এক হাতে ছক্কাও  হাঁকান তিনি৷

ইডেন গার্ডেন্সে প্রথম টি টোয়েন্টিতে ফ্লপ ছিলেন বিরাট-রোহিত দুজনেই৷ এদিন দুজনেই অর্ধশতরানে উজ্জ্বল৷

আরও পড়ুন – Ranji Trophy: কলকাতার মাঠে বিশ্বরেকর্ড, রনজি ম্যাচে অভিষেকেই তিনশো রান

ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (IND vs WI) দ্বিতীয় টি টোয়েন্টি দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শততম ম্যাচ খেলতে নামা ওয়েস্টইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড৷ এদিকে সবার নজর ছিল দ্বিতীয় একদিনের ম্যাচে কি সুযোগ পাবেন দুরন্ত ফর্মে থাকা রতুরাজ গায়কোয়াড়৷ কিন্তু অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে প্লেয়িং ইলেভেনে কোনও পরিবর্তন আনলেন না রোহিত শর্মা৷

দেখে নিন ভারতীয় দলের প্লেয়িং ইলেভেন

এদিকে ওয়েস্টইন্ডিজ দলের প্লেয়িং ইলেভেন রয়েছেন ৬ জন অলরাউন্ডার৷ ইডেনের শিশিরের কথা মাথায় রেখে টসে জিতে ফিল্ডিং -র সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ড৷

ম্যাচের শেষে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI)  মুখোমুখি পরিসংখ্যান
২০০৯-২০২২
ম্যাচ -১৯
জয়- ভারত -১২, ওয়েস্টইন্ডিজ- ৬, নো রেজাল্ট -১