India W vs New Zealand W: স্মৃতি-হরমনপ্রীতদের দাপটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম ম্যাচ জিতল ভারত

নিউজিল্যান্ড: ২৫১/৯

ভারত: ২৫২/৪ (৪৬ ওভার)

২৪ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়ী ভারত

অকল্যান্ড: নিউজিল্যান্ডে গিয়ে একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছিলেন মিতালিরা ৷ অবশেষে ওয়ান ডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ জিততে সফল ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে ৬ উইকেটে জিতল ভারত ৷ ২৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেন মিতালিরা ৷

বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের দ্বি-পাক্ষিক সিরিজের প্রথম ৪টি ওয়ান ডে ম্যাচে হার হজম করে ভারত। এর ফলে সিরিজ আগেই খুইয়ে বসেছিলেন মিতালিরা। এদিন নিয়ম রক্ষার পঞ্চম তথা শেষ ম্যাচে ফের হোয়াইট ফার্নসদের হারিয়ে কিছুটা সম্মান উদ্ধারে সফল মিতালিরা। শেষ ম্যাচ জিতে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়বে ভারতীয় দলের। এদিন ভারতীয়দের মধ্যে ব্যাট হাতে সফল স্মৃতি মন্ধানা ৷ ৮৪ বলে ৭১ রান করেন তিনি ৷ পাশাপাশি রান পেয়েছেন হরমনপ্রীত কউর (৬৩) এবং অধিনায়ক মিতালি রাজ ৷ ৫৪ রান করে নট আউট থাকেন তিনি ৷

সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের ৷  ৫ ম্যাচের সিরিজে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি-সহ মোট ৩৫৩ রান করেন অ্যামেলিয়া। সঙ্গে ৭টি উইকেটও নেন তিনি। স্বাভাবিকভাবেই সিরিজ সেরার পুরস্কার তাঁর দখলেই গিয়েছে ৷