Ind vs Pak: বিশ্বকাপে আত্মপ্রকাশেই কামাল পূজার, ভারতীয় ক্রিকেটারের কোলে পাক অধিনায়কের শিশু, নজর কাড়ল যা যা

#মাউন্ট মাউনগুনাই: ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ থেকে অনেক নজর কাড়া জিনিস উঠে এল৷ বিশ্বকাপে যেমন প্রথমবার ম্যাচ খেলতে নেমেই প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন পূজা বস্ত্রাকার ( Pooja Vastrakar)৷ তিনি যেমন বিশ্বকাপে নেমেই নজর কাড়লেন. তেমনিই সকলের নজরে এল মাঠের হাড্ডাহাড্ডি লড়াই শেষ হতেই কিরকম ভারতীয় ক্রিকেটার পাকিস্তান অধিনায়কের মেয়েকে কোলে নিয়ে আদর করছিলেন৷ মাঠে ভারত পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ফলে বাইশ গজে পুঁতে দেওয়ার পরে ভারতীয় ক্রিকেটাররা আবার নিজেদের প্রাণবন্ত বন্ধুত্বপূর্ণ রূপ দেখালেন৷

ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচই নিজের প্রথম বিশ্বকাপের ম্যাচ খেললেন৷ আর সেই ম্যাচে কার্যত নিজের ব্যাট হাতে দলকে একেবারে লড়াইয়ের যোগ্য জায়গায় পৌঁছে দেন৷ কারণ যেখানে মিতালি রাজ , হরমনপ্রীত কউর ব্যাট হাতে ফ্লপ হওয়ার পর পাকিস্তান যখন দাঁত বসাচ্ছে তখন ক্রিজে একেবারে তরুণ পূজা বৎসকার দায়িত্ব নিয়ে পাক বোলারেদর আক্রমণ ছিন্নভিন্ন করে দেন৷

আরও পড়ুন – Shane Warne Passes Away: প্রতি রাতের ভাড়া ১০০০ ডলার! ‘বন্ধুদের’ সঙ্গে এই রিসর্টে ছুটি কাটাতে গিয়েই মৃত্যু ওয়ার্নের

ভারত বনাম পাকিস্তান  (Ind vs Pak) ম্যাচে তিনি ৫৯ বলে ৬৭ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৮ টি চার দিয়ে৷ তাঁর স্ট্রাইকরেট ছিল ১১৩.৫৫৷ তবে এদিন অবশ্য বল হাতে কামাল দেখানোর সুযোগ পাননি পূজা ( Pooja Vastrakar) , কারণ চোট থাকায় তিনি দ্বিতীয় ইনিংসে মাঠে থাকেননি৷ প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার পর তিনি জানিয়েছেন এটাই প্রথম নয় তাঁর দলের হয়ে ফার্স্টক্লাস ক্রিকেট খেলার সময় তাঁকে কোচরা দলের খারাপ অবস্থায় মাঠে নামাতেন৷ ফলে চাপের মুখে বড় ইনিংস খেলার অভ্যাস তাঁর আছে৷ সেইভাবেই ভারত বনাম পাকিস্তান ম্যাচেও সেই খেলাটাই খেলেছেন৷

আরও পড়ুন – Ind W vs Pak W: পাকিস্তান বধ করে বিশ্বকাপে অভিযান শুরু ভারতীয় মহিলাদের, ব্যাট -বল দুই বিভাগেই দুরন্ত মেয়েরা

এদিকে পূজা বৎসকারের মতোই এদিন আরও একটা জিনিস নজর কাড়ল সকলের৷ এদিন মাঠে হাজির ছিলেন পাকিস্তানের অধিনায়ক বিসমা মাহরুফ নিজের শিশু কন্যা সন্তানকে নিয়ে৷ আর ম্যাচ শেষে ভারতীয় দলের ক্রিকেটার বিসমা মাহরুফের কন্যা সন্তানকে নিয়ে খেলায় মাতেন৷ ভাইরাল ভিডিও (Viral Video) হয়ে সেই ক্লিপটি৷

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

সব মিলিয়ে এবারের মহিলাদের বিশ্বকাপে ভারতের শুরুটা নিঃসন্দেহে দারুণ হল৷