Virat Kohli Ranking: হায় কপাল, বিরাট কোহলি-র কী হল র‍্যাঙ্কিংয়ে ঠাঁই হল না প্রথম দশে!

#মুম্বই: ভারতীয় স্টার বিরাট কোহলি আইসিসি টেস্ট  র‍্যাঙ্কিংয়ে এক ধাক্কায় তিন ধাপ নেমে গেলেন৷ আর তার ফলে যেটা হল তা হল একেবারে প্রথম দশ থেকেই বেরিয়ে গেলেন কোহলি৷ ৬ বছর বাদে এরকম প্রথমবার হল যখন বিরাট কোহলি আইসিসি টেস্ট ক্রমতালিকায় নিজের জায়গা ধরে রাখতে পারলেন না৷ বেশ লম্বা সময় ধরেই বিরাটের ব্যাটে রান নেই৷ তাই সেই পারফরম্যান্সহীণতার খেসারতই দিতে হল তাঁকে৷ তিনি চলে গেলেন ১৩ নম্বরে৷ এদিকে ঋষভ পন্থ এজবাস্টনে ধামাকা পারফরম্যান্সের সূত্র ধরে আইসিসি  র‍্যাঙ্কিংয়ে -র (ICC Test rankings ) পাঁচ নম্বরে চলে গেলেন৷ বুধবারই প্রকাশিত হয়েছে এই তালিকা৷

কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে ১১ ও ২০ রান করেছিলেন৷ আর ঋষভ পন্থ ভারতের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১১ বলে ১৪৬ রান করেন৷ আর দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ৫৭ রান৷

 ঋষভ পন্থ দুটি শতরান, এছাড়াও তিনটি অর্ধ শতরান, নিজের শেষ ৬ টি ইনিংসের থেকে এই পারফরম্যান্স করেছেন৷ এটা টেস্টে তাঁর সেরা র‍্যাঙ্কিং৷ তিনি ৬ ধাপ উঠে পাঁচ নম্বরে এলেন৷

এদিকে জো রুট নিজের দারুণ পারফরম্যান্স দিয়ে ক্রমতালিকায় এগিয়ে এসেছে ১৪২ অপরাজিত৷ ইংল্যান্ড রেকর্ড রান তাড়া করে এজবাস্টনে জিতেছিল৷ তাঁর সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৯২৩৷

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক এখন দারুণ রয়েছে৷ ৩২ বছরের এই ইংল্যান্ডের ক্রিকেটার তিনটি টেস্টে ৪ টি শতরান করে ফেলেছেন৷ নিউজল্যান্ডের তিন সংখ্যার রান করেছিলেন তিনটি৷

বেয়রেস্তো ১২১৮ রান করেছে ৫৫.৩৬ গড়ে রান করেছেন ৬ টি শতরান করেছে বর্তমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে৷

বেয়রেস্তো -র নিউজিল্যান্ডের পারফরম্যান্সের জেরে এই দারুণ ক্রমতালিকায় এগিয়েছেন৷