Ind vs WI: ‘‘মেরা জুতা হ্যায় জাপানি’’ ও কী পায়ে দিয়েছেন পন্থ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

#ত্রিনিদাদ:  টিম ইন্ডিয়া প্রথমে ২ ওয়ানডে জিতে ওয়েস্টইন্ডিজ ৩ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে৷  ২৭ জুলাই খেলা হবে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ তৃতীয় একদিনের ম্যাচ৷  এরপরে সেখানেই হবে পাঁচটি টি টোয়েন্টি৷ আর সেই ম্যাচের প্রথমটি খেলা হবে ত্রিনিদাদেই৷ এর আগেই টি টোয়েন্টি খেলা দলের বেশ কিছু ক্রিকেটার সেখানে পৌঁছে গেছেন৷ বিসিসিআই নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একাধিক ক্রিকেটারের ত্রিনিদাদে পৌঁছে যাবার ভিডিও পোস্ট করেছে৷ রোহিত শর্মা , দীনেশ কার্তিক, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, এবং আর অশ্বিন রয়েছেন৷

ভিডিওতে ঋষভ পন্ত টিম হোটেলের ভিতরে ঢুকেছেন ভিডিওতে এমনটাই দেখা যাচ্ছে৷ যেখানে ক্রিকেটাররা সকলেই নিজের জিনিস নিয়ে ঢুকছেন সেখানে পন্থের হাত খালি৷ তাঁর কাঁধে একটি জ্যাকেট এবং ছোট একটা ব্যাগ রয়েছে৷ এছাড়াও সকলের নজর কেড়েছে তার দু রঙা জুতো৷ মানে দু পাটি জুতো- আলাদা রঙের৷ একটি নীল এবং অন্যটি লাল রঙের৷

 

আরও পড়ুন – Jalpaiguri News: কী আটকাল মাছ ধরার জালে? হই হই কাণ্ড জলপাইগুড়িতে! রইল ফটো

 

দেখে নিন পন্থের ‘জুতা হ্যায় জাপানি’ ঢঙের ভাইরাল ভিডিও৷

 

 

পন্থ টেস্ট ও ওয়ান ডে , টেস্ট এবং ওয়ানডে তে লাগাতার দারুণ পারফর্ম করছেন৷ টি টোয়েন্টিতেও তাঁর ব্যাট থেকে রানের আগুন বার হচ্ছে না৷ করেছেন৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে  তিনি ২৭ রান করেছিলেন৷ পন্থ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে বড় ভূমিকা নিতে চলেছেন৷ এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷

 

আরও পড়ুন – Weight Loss Tips: ওজন কমাতে পেঁয়াজ খান বিন্দাস ঢঙে, ঝপাঝপ ঝরবে মেদ

 

পন্থ এই বছরে ৯ টি টি টোয়েন্টি ম্যাচে ১৪৫ করেছেন গড় ২০৷ যেখানে দ্বিতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ইশান কিষাণ টি টোয়েন্টিতে ভারতের টপ স্কোরার৷ রয়েছেন৷ ১৩ টি টোয়েন্টি ম্যাচ ৩ টি অর্ধশতরানের সাহায্যে তিনি ৪১৯ রান করেছেন৷ এদিকে দীনেশ কার্তিক ১০ টি টি টোয়েন্টি ম্যাচে ১২৬ রান করেছিলেন৷