Viral Tiranga Yatra Video: তিরঙ্গা মিছিলে গরুর গুঁতো, গুজরাতের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর গায়ে ঝাঁপিয়ে পড়ল গরু

#নয়াদিল্লি: তিরঙ্গা যাত্রা করতে গিয়ে গরুর গুঁতো! গুজরাতের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল আজ তাঁরই নেতৃত্বে একটি তিরঙ্গা যাত্রায় অংশ নিয়েছিলেন। হঠাৎ সেই শোভাযাত্রার মধ্যেই ধেয়ে আসে এক গরু! ছুটন্ত গরুর আঘাতে বাঁ পায়ে আঘাত পেয়েছেন নীতিন। এই ঘটনার একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে নীতিন প্যাটেল ভারতের একটি জাতীয় পতাকা ধরে রয়েছেন। আচমকাই একটি গরু ভিড় ঠেলে তাঁর গায়ে ঝাঁপিয়ে পড়ে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আহতও করে ওই গরুটি। গরুর আকস্মিক ধাক্কায় নীতিন প্যাটেল ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান।

আরও পড়ুন- বন্দেমাতরম লেখা, পদ্ম আঁকা পতাকা বিবর্তিত হয়েই আজকের জাতীয় পতাকা, জানুন ইতিহাস!

কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ইনচার্জের ট্যুইট করা ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একদল লোক ভারতীয় পতাকা হাতে প্রাক্তন মন্ত্রীকে সাহায্য করতে ছুটে আসছেন। ভিডিও ক্লিপটি সহ সরল প্যাটেল ট্যুইটে লিখেছেন, “মেহসানাতে ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রার সময় গুজরাতের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেলকে একটি গরু আক্রমণ করেছে।”

আরও পড়ুন- সরকারি চাকরি করতেন সন্ত্রাসী বিট্টা কারাতের স্ত্রী, হিজবুল নেতার ছেলে! বরখাস্ত ৪

গুজরাত আম আদমি পার্টির একজন নেতার আরেকটি ট্যুইটে দেখা গিয়েছে নীতিন প্যাটেল হুইলচেয়ারে বসে আছেন, তাঁর বাঁ পায়ে ব্যান্ডেজ। নিরাপত্তারক্ষীরা তাঁকে নিয়ে যাচ্ছেন।