রোনাল্ডো কাঁটার মাঝেই আজ বিশ্বকাপে মরক্কো চ্যালেঞ্জ টপকাতে মরিয়া পর্তুগাল

#দোহা: আফ্রিকার উত্তরে অবস্থিত মরক্কো থেকে দক্ষিণ ইউরোপের শেষ সীমানার দেশ অর্থাৎ পর্তুগালের ভৌগলিক দূরত্ব খুব বেশি নয়। সেই দূরত্ব ফুটবল মাঠে কমিয়ে আনতে আজ মরিয়া হয়ে নামবে অটলাস লায়নসরা। হাকিমি, আমরাবাত, হাকিম জিয়েচদের মরক্কোর আজ খোলা মনে খেলার কথা পর্তুগালের বিরুদ্ধে। তাদের হারানোর কিছু নেই, সবটাই পাওয়ার আছে।

মরক্কোর ইতিহাস গড়া হয়ে গেছে, এবার শুধু সেটিকে লম্বা করার পালা। অন্যদিকে দুর্দান্ত ফুটবল খেলে ছন্দে ফেরা পর্তুগালের চোখে স্বপ্নটা আকাশছোঁয়া। আল থুমামা স্টেডিয়ামে আজ (শনিবার) রাত নটায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামছে দুই দল। আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে এবারের বিশ্বকাপে শেষ আটে উঠেছে মরক্কো। সেটাও ইতিহাস গড়ে।

এর আগে কখনই কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি তারা। এবার এসেছে, সেটাও স্পেনের মতো শক্তিকে হারিয়ে। ১২০ মিনিটের লড়াইয়ে স্পেনকে আটকে রাখার পর টাইব্রেকারে ৩-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আফ্রিকার সিংহরা। অন্যদিকে পর্তুগাল এবার গ্রুপ পর্বে ধুঁকলেও শেষ ষোলোতে ভয়ংকর চেহারায় হাজির হয়।

সুইজারল্যান্ডকে ৬-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে পা রাখে ফার্নান্দো সান্তোসের দল। দাপুটে জয়ে আকাশে উড়তে থাকা পর্তুগালের জন্য একমাত্র চিন্তা হতে পারে রোনালদো। দল জিতলেও পর্তুগিজ যুবরাজকে নিয়ে বেশ কানাঘুষা চলছে। কোচের সঙ্গে দ্বন্দ্বের জেরেই তাকে শেষ ষোলোর ম্যাচে শুরুর একাদশে নামানো হয়নি, এমন গুঞ্জন বাতাসে।

পর্তুগালের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ এই গোলদাতাকে আজ মরক্কোর বিপক্ষেও সাইডবেঞ্চে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। রোনালদোর অনুপস্থিতি যে গত ম্যাচে টেরই পেতে দেননি গনসালো রামোস। দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন তিনি। মরক্কোই কি ছেড়ে কথা বলবে?

দারুণ ফুটবল খেলে এই পর্যায়ে এসেছে আফ্রিকার দেশটি। গ্রুপপর্বে ক্রোয়েশিয়াকে রুখে দেওয়ার পর বেলজিয়ামের মতো দলকে হারিয়েছে তারা। শেষ ষোলোতে স্তব্ধ করেছে স্পেনকে। পর্তুগালের সামনে তাই কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। তবে পর্তুগাল অবশ্যই চাইবে খেলা অতিরিক্ত সময়ের আগে শেষ করে দিতে।

কারণ মরক্কোর গোলরক্ষক বোনো কিন্তু পেনাল্টি শুট আউটের দক্ষ গোলকিপার প্রমাণিত হয়ে গিয়েছে। রোনাল্ডোকে অবশ্যই ব্যবহার করবেন কোচ। কিন্তু সেটা কখন সেটাই বড় প্রশ্ন। সিলভা, দালো, ফলিক্স, গুরেরোর পর্তুগাল অবশ্য প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা তুলে ধরার চেষ্টায় থাকবে।