‘এটা ভারতীয় সিনেমার জয়’, গোল্ডেন গ্লোবসে জয়ের পর আবেগঘন রাজামৌলি, আপ্লুত রহমানও

#মুম্বই: বিশ্বের দরবারে ‘আরআরআর’-এর জয়জয়কার। ‘নাটু নাটু’ গানটির জন্য গোল্ডেন গ্লোবসে সেরার শিরোপা জিতে নিয়েছে এস এস রাজামৌলির ছবিটি। টেলার সুইফ্ট এবং লেডি গাগাদের মতো শিল্পিদের টেক্কা দিয়েছে এম এম কিরাবাণী রচিত এই গান। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ছবির জয়ে আপ্লুত দেশবাসী।

অনুষ্ঠান মঞ্চে পুরস্কার নিতে উঠে কিরাবাণী বলেন, এই জয় আসলে ছবির এস এস রাজামৌলির। তবে পরিচালক বলছেন, এই সম্মান শুধু তাঁদের নয়। বরং গোটা দেশের। ট্যুইট করে তিনি লেখেন, ‘এটা শুধু আরআরআর-এর জয় নয়। এটা ভারতীয় সিনেমার জয়।’ একই সঙ্গে এম এম কিরাবাণীকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শেষে তিনি লেখেন, ‘পুরো পুরো পৃথিবীকে নাটু নাটু-র তালে নাচতে দেখে ভাল লাগছে।’

আরও পড়ুন: ‘পাঠান’ নিয়ে বিতর্কের মাঝেই এ কী বলে বসলেন গৌরী! জানলে অবাক হবেন

আরও পড়ুন: ‘প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে’, গোল্ডেন গ্লোব জয়ে RRR-এর টিমকে শুভেচ্ছা মোদির

এম এম কিরাবাণী এবং ‘আরআরআর’-এর টিমকে শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং এ আর রহমান। ট্যুইট করে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, প্রাপ্ত সঙ্গীত পরিচালক লেখেন, ‘অসাধারণ। আমূল পরিবর্তন।’

রাজামৌলি এবং তাঁর দলবলকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাটের মতো তারকারাও। ট্যুইট করে কিং খান লিখেছেন, ‘ঘুম থেকে উঠেই নাটু নাটু গানে নেচে গোল্ডেন গ্লোব জয়ের আনন্দ উদযাপন করেছি। এ রকম আরও অনেক পুরস্কার আসবে। আপনারা আবার ভারতকে গর্বিত করবেন।’