Risabh Pant Health Update: দু’জনের জন্য নিরাপদে হাসপাতালে, সুস্থ বোধ করেই তাঁদের ধন্যবাদ দিলেন ঋষভ পন্থ

#নয়াদিল্লি: সুস্থতার কথা তিনি ট্যুইটারে জানিয়েছিলেন আগেই৷ ঋষভ এ বার ধন্যবাদ জানালেন স্পেশাল মানুষদের৷ যাঁদের জন্য সেদিন প্রাণরক্ষা হয়েছিল তাঁর৷ তিনি ট্যুইটারে লিখলেন, ‘আমি হয়ত প্রত্যেককে জনে জনে ধন্যবাদ জানাতে পারব না, কিন্তু আমার উচিত এই দু’জনকে বিশেষ ভাবে ধন্যবাদ জানানো যাঁরা আমাকে ওই দিন বাঁচিয়েছিলেন, নিশ্চিত করেছিলেন যাতে আমি নিরাপদে হাসপাতালে পৌঁছতে পারি৷ রজত কুমার ও নিশু কুমার, ধন্যবাদ৷ আমি সারাজীবনের জন্য কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে৷’

গত ৩০ ডিসেম্বর উত্তরাখণ্ডে বাড়ি ফেরার পথে ভয়ানক দুর্ঘটনার মুখে পড়েছিলেন ঋষভ৷ সেই ঘটনার পর ১৭ দিন কেটে গিয়েছে৷ এত দিন পর তিনি নিজের হাতে শারীরিক অবস্থার কথা জানানোয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা৷

আরও পড়ুন:রাতে হাঁটতে গিয়ে আর বাড়ি ফিরলেন না গৃহশিক্ষক, রাস্তায় পড়ে দেহ! কী ঘটল আসলে?

আরও পড়ুন: হঠাৎ আদালতে সৌমিত্র খাঁ-সুজাতা! বিচারকের কাছে জানালেন, ‘সম্পর্ক শেষ’

এই যাত্রাপথের একটি অর্ধে এসে আজ তাঁর করা দ্বিতীয় ট্যুইটে তিনি লিখেছেন, ‘আমার ভক্ত, সহ খোলয়াড় চিকিৎসক, ফিজিওদের আমি আমার হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই৷ তাঁরা আমার মনকে শক্ত রাখতে সাহায্য করেছেন৷ আপনাদের সবাইকে আবার মাঠে দেখার অপেক্ষায় রয়েছি৷’

চিকিৎসকদের তরফ থেকে যে খবর পাওয়া গিয়েছে, তাতে তাঁর ডান পায়ের হাঁটুও তার ওই পায়েরই গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচার হয়৷ বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দীনেশ পারদিওয়ালার নেতৃত্বে এই অস্ত্রোপচার হয় বলে খবর৷ এর ফলে আগামী আট-ন’মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে৷ তার সুস্থতার পরেও ম্যাচফিট কতটা হতে পারবেন তিনি, তা বলবে সময়ই৷