`গতির আগুনে ভারতকে পুড়িয়ে দেব’! সিরিজ শুরুর আগেই হুঙ্কার অজি পেস তারকা স্টার্কের

#মেলবোর্ন: ভারতের মাটিতে আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা বর্ডার গাভাস্কার ট্রফিতে ভালো প্রদর্শন করা তার কাছে বিরাট চ্যালেঞ্জের। ৯ ই ফেব্রুয়ারি থেকে ভারত অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। অস্ট্রেলিয়া ক্রিকেট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্টার্ক বলেন, ভারতে পরিবেশ কিরকম হবে আগের থেকে ধারণা করা সম্ভব নয়।

অস্ট্রেলিয়া দলের কাছে এটা বিরাট চ্যালেঞ্জের হবে। স্টার্ক বলেন, আগে থেকে জানা কোনোমতেই সম্ভব নয়, ভারতে আমরা কি ধরণের পরিবেশ পাব সেই বিষয়ে। কিন্তু আমাদের কিছু ধারণা আছে, সেই ধারনা হল এই যে বল সেখানে অবশ্যই ঘুরবে। খেলা শুরুর আগে অথবা কোন উইকেটে খেলা হবে সেটা জানার আগে উইকেটের চরিত্র সম্পর্কে বোঝা সম্ভব নয়।

ফলে একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের কাছে। সম্প্রতি আঙুলে চোট পান অস্ট্রেলিয়া দলের এই ভরসাযোগ্য ফাস্ট বোলার। কিন্তু ভারতে সিরিজের জন্য তাকে ইতিমধ্যেই ফিট ঘোষণা করে দেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে তার আগুনে গতিই সম্বল বলে জানিয়েছেন স্টার্ক। তার আগুনে গতি ও সুইং দিয়েই ভারতের ব্যাটারদের পরাস্ত করতে চান টেস্ট ক্রিকেটে ৩০১ টি উইকেট নেওয়া স্টার্ক।

তিনি বলেন, শক্তিশালী দল নিয়েই আমরা ভারতে যাচ্ছি। আমাদের ভারত সফর অনেকটাই লম্বা। আগামী দুমাসে অস্ট্রেলিয়া ভাল ক্রিকেট খেলবে ও সফল হবে বলেই আত্মবিশ্বাসী স্টার্ক। অস্ট্রেলিয়ান পেস ব্যাটারি যথেষ্ট শক্তিশালী ও বিভিন্ন পরিবেশে পরীক্ষিত। অধিনায়ক প্যাট কামিন্স ,অভিজ্ঞ জশ হেজেলউড, স্কট বোল্যান্ড, তরুণ লান্স মরিস ভারতের টপ অর্ডারকে নাস্তানাবুদ করার দায়িত্বে থাকবেন।