উত্তর ২৪ পরগনা: কালীপুজোয় জেলার মধ্যে বারাসতকে যেন টেক্কা দিচ্ছে মধ্যমগ্রাম। বিগ বাজেটের পুজোগুলির পাশাপাশি ছোট পুজোগুলিও এবার নজর কেড়েছে দর্শকদের। চলুন দেখে নেওয়া যাক মধ্যমগ্রামের কয়েকটি সেরা পুজো ও তাদের এবারের ভাবনা। মধ্যমগ্রামের পুজোগুলির মধ্যে এবার নজর কেড়েছে বসুনগর প্রতাপ সংঘ। ১৭ তম বর্ষে তাদের বিশেষ থিম ভাবনায় ফুটে উঠেছে মহীরুহ অর্থাৎ পরিবারের অন্যতম সদস্য বাবাকে। বহু জায়গায় দেবী বা মাদের স্বীকৃতি স্বরূপ নানা চিন্তা ভাবনা ফুটে উঠলেও সমাজে বাবারা যে বিশেষ ভূমিকা পালন করেন সেই বিষয়টি তুলে ধরেই এই পূজা মন্ডপের থিম ভাবনা “পিতা ধর্ম, পিতা স্বর্গ”। পরিবারের উপর আসাদ যেকোনও সমস্যা অর্থাৎ ঝড় জলরদের হাত থেকে যেভাবে একটি গাছ বাঁচিয়ে রাখে, ঠিক সেই ভাবনা থেকেই সাজিয়ে তোলা হয়েছে এই মন্ডপ।
মধ্যমগ্রামের এই পুজোয় প্রবেশের মুখেই দেখা যাবে মধ্যমগ্রাম রেলস্টেশন এর সাইনবোর্ড, যেখানে বোঝানো হয়েছে মধ্যমগ্রাম থেকে বেরিয়ে বাবা শিয়ালদায় পৌঁছন সেখান থেকেই কর্মস্থলে প্রতিদিন যাতায়াত তার ফলে তার এই দীর্ঘ পথ থেকে জীবনের লড়াইকেই ছোট ছোট মডেলে ফুটিয়ে তোলা হয়েছে, শিল্পীর হাতের কাজ দিয়ে। তাই বাবাদের সম্মান জানিয়ে এই মন্ডপ বিশেষ আকর্ষণ করছে দর্শনার্থীদের।
মধ্যমগ্রাম বসুনগর তরুণ সংঘের এবারের ৬৫ তম বর্ষের শ্যামা পুজোয় ফুটে উঠেছে ৩০০ বছরের পুরনো এক মন্দিরের আদল। থিমের নাম দেওয়া হয়েছে মায়ের আলো। পুরনো মন্দিরের আদলে তৈরি মন্ডপেই সুবিশাল মাতৃ প্রতিমা বিশেষ নজর কাড়ছে মানুষের। মধ্যমগ্রামের যুবকবৃন্দ অ্যাথলেটিক ক্লাব এবার ফুটিয়ে তুলেছে দুবাইয়ের মিরাকেল গার্ডেন এর আদলে গোটা মণ্ডপ। ৫৮ তম বর্ষে তারা এবার রীতিমতো চমক নিয়ে হাজির। সামনেই পুকুর জলে গোটা মন্দিরের প্রতিচ্ছবি পড়ায় যেন আরো ফুটে উঠছে আলো ঝলমলে এই বিদেশের বিশেষ আকর্ষণীয় মণ্ডপ। আলোকসজ্জাও রীতিমতো নজরকারা এই পুজো কমিটির। মন্ডপের ভেতরে সূক্ষ্ম কাজ ও দুবাইয়ের মিরাকেল গার্ডেনের আদলে মন্ডপের সাজ দর্শকরা চুটিয়ে উপভোগ করছেন, তুলছেন ছবি সেলফি।
৮০ তম বর্ষে বিধান পল্লী শ্যামাপুজো কমিটি তাদের বিশেষ ভাবনায় ফুটিয়ে তুলেছে ময়ূর মহল। গোটা মন্ডপ সেজে উঠেছে নীল আলোয়। বিভিন্ন ধরনের সাদা ময়ূরকে এখানে ফুটিয়ে তুলেছেন শিল্পী। মানুষের চেতনার শুভ্রতা তুলে ধরতেই এমন ভাবনা বলে জানান উদ্যোক্তারা। নীল রঙের আলোতে আরও মায়াবী হয়ে উঠছে গোটা পুজো মন্ডপ। মাতৃ প্রতিমাও অনেকটাই অন্য ধরনের নজরকারা। ভিন্ন ধরনের এই পুজো মণ্ডপও তাই বেশ ভিড় টানছে দর্শনার্থীদের।
বিধানপল্লী শিব মন্দির ইয়ং রেজিমেন্ট এবার তাদের ২৫ তম বর্ষে ফুটিয়ে তুলেছে আদিবাসী জীবনযাত্রা। মহিলাদের উদ্যোগে এবারের এই পুজোতে লাইভ মডেল-সহ বিভিন্ন পুতুল ব্যবহার করে ফুটিয়ে তোলা হচ্ছে আদিবাসীদের জীবন চর্চা। যা দেখে রীতিমতো দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। এছাড়াও নিউ ব্যারাকপুর মোড় মধ্যমগ্রামে এবার লাইভ দেখা যাচ্ছে কালাহান্ডি কাটাপ্পা জ্যান্ত বহুরূপীদের। মধ্যমগ্রাম ইয়ং রিক্রেশন ক্লাবের ৩৭ তম বর্ষের ভাবনায় ধরা দিয়েছে নতুন থেকে পুরাতন শিল্প থাকুক চিরন্তন এর অভিনব ভাবনা। মধ্যমগ্রাম চৌমাথায় সুভাষ ময়দানে এই পুজো এবার ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে দর্শনার্থীদের। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে রয়েছে মেলা। মন্ডপ ও আলোকসজ্জাও বিশেষ নজর কাটছে এই মন্ডপে। তাই পরিবার থেকে প্রিয়জনকে নিয়ে মধ্যমগ্রামের এই বিশেষ পুজোগুলো একবার ঢুঁ মেরে আসতেই পারেন।
Rudra Narayan Roy